Ads Top

ওঙ্কারেশ্বরে আদিগুরু শঙ্করাচার্য্যের ১০৮ ফুট উঁচু মূর্তি উন্মোচিত হবে

ওঙ্কারেশ্বরে আদিগুরু শঙ্করাচার্য্যের ১০৮ ফুট উঁচু মূর্তি উন্মোচিত হবে

অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৭/০৯/২০২৩ : সব কিছু ঠিক থাকলে আগামীকাল ওঙ্কারেশ্বরে আদিগুরু শঙ্করাচার্য্যের ১০৮ ফুট উঁচু বিশালাকার মূর্তির উদ্বোধন করা হবে। 

মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জায়গাটি হিন্দুদের কাছে একটি অতি জনপ্রিয় তীর্থক্ষেত্র। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে এখানে। পবিত্র নর্মদা নদী বয়ে গিয়েছে এই অঞ্চল জুড়ে। এখানে ওঙ্কারেশ্বর, মামলেশ্বর শিব মন্দিরে সারা বছর হিন্দু তীর্থযাত্রী এবং পর্যটকদের ভীড় লেগে থাকে। আর এখানেই আদি গুরু শঙ্করাচার্য্যের ১০৮ফুট উঁচু বিশালাকার একটি মূর্তি উন্মোচিত হতে চলেছে আগামীকাল।


ওঙ্কারেশ্বরে শঙ্করের মূর্তিটি উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জায়গাটি খুব সুন্দর, দিনে রাতে এই শহরের আকাশে বাতাসে শিব মন্ত্র ধ্বনিত হয়। জায়গাটি ইন্দোর  শহর থেকে ৮০ কিলোমিটার দূরে। এখানে রয়েছে মান্ধাতা পাহাড়। আর সেই পাহাড়ের মাথায় তৈরি হয়েছে আদিগুরু শঙ্করাচার্য্যের বিশালাকার মূর্তিটি। 


এককালে এখানে রাজা মান্ধাতা রাজত্ব করে গিয়েছেন, প্রাচীনকালে এই জায়গাটির নাম ছিল গুরলা মান্ধাতা। এই জায়গাটি ছিল অদ্বৈত বেদান্ত দর্শনের পীঠস্থান। এখানে বেদান্ত দর্শনের পীঠ হিসেবে গড়ে তোলার পুরোধা ছিলেন শঙ্করাচার্য্য। এখানে শঙ্করকে ১২ বছরের বালক রূপে দেখতে পাওয়া যাবে। 


সোমবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আদি গুরু শঙ্করাচার্য্যের মূর্তিটি উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।






No comments:

Aaj Khabor. Powered by Blogger.