এবার ট্রেনে চেপেই ভুটানে যাওয়া যাবে, তৈরি হচ্ছে রেলপথ
অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৫/০৯/২০২৩ : ভারত এবং প্রতিবেশী দেশ ভুটানের বন্ধুত্বের উচ্চতা আরও বৃদ্ধি পেতে চলেছে। ভারত ভুটানের সীমান্ত পর্যন্ত রেল লাইন বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারত ঐ পথে রেল লাইন বসালে দুই দেশই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ভারত প্রতিবেশী দেশ ভুটানের সীমান্ত পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শুরু করেছে। এই প্রকল্পে ভারত খরচ করবে (ভারতীয় মুদ্রায়) ১২০ বিলিয়ন টাকা। এই রেল লাইন পাতার কাজ সম্পন্ন হলে নর্থ ইস্ট রিজিয়নের রেলপথ আরও সমৃদ্ধ হবে ভারতে। সমৃদ্ধ হবে বহু প্রতীক্ষিত ইন্দো-ভুটান রেলপথ পরিকল্পনাও। ভারত থেকে ভুটানে পৌঁছানো আরও সহজ হবে এবং সময়ও বাঁচবে।
ভারত ভুটান রেলপথ তৈরি হয়ে গেলে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব অনেকটাই বেড়ে যাবে। প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্য অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেই সাথে বৃদ্ধি পাবে পর্যটন শিল্প। ভারত থেকে আরও বেশি পরিমাণে মানুষ ভুটানে বেড়াতে যাবে। আবার অন্যান্য দেশ থেকেও পর্যটকেরা ভারত ছুঁয়ে রেলপথেই পৌঁছে যেতে পারবে ভুটানে। প্রতিবেশী দেশ ভুটানও ভারতের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
ভারতের দিকে আসামের কোকরাঝোড় থেকে রেল লাইন এগিয়ে গিয়ে ভুটানের সারফাং এর গেলেফু নামক জায়গায় দুই দেশকে যুক্ত করবে। গেলেফুতে তৈরি হবে ভুটানের রেল স্টেশন। এরপর হয়ত অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের মাদারিহাট থেকে জয়গাঁ হয়েও ভুটানে প্রবেশ করবে ভারতীয় রেলপথ। তবে ভুটানের গেলেফুতে রেল স্টেশন তৈরি হয়ে গেলে ভারতের সীমান্ত বরাবর ফুন্টশেলিং, সামচি , গাংলাম, সামদ্রুপ জংখার এই সব জায়গাতেও রেল স্টেশন তৈরি করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ বাণিজ্য ও পর্যটনের হাত ধরে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সাথে বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত।
No comments:
Post a Comment