Ads Top

কুনো জাতীয় উদ্যানে চিতা সাফারি

কুনো জাতীয় উদ্যানে চিতা সাফারি


অন্য রুট (বাংলা), ০১/০৯/২০২৩ : পরিকল্পনা মাফিক সব কিছু ঠিকঠাক চললে মধ্যাপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে শুরু হয় যাবে চিতা সাফারি। মূলত পর্যটনের আরও শ্রীবৃদ্ধির কারণেই এই চিতা সাফারি শুরু করা হবে মধ্যপ্রদেশে।

নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকটি চিতাকে ভারতে এনে কুনোর অরণ্যে ছাড়া হয়েছিল। তারা কয়েকটি শিশুর জন্মও দিয়েছিল। কিন্তু অধিকাংশই বাঁচে নি। দক্ষিণ আফ্রিকা থেকে ভারত আরও চিতা পেতে চলেছে। তাদেরকেও এই কুনো অরণ্যেই ছাড়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কুনো জাতীয় উদ্যান সংলগ্ন সাইসাইপুরা অঞ্চলে পর্যটন গড়ে তোলা হবে। চিতা সাফারি শুরু করা হবে। এই ব্যাপারে রাজ্য বন দপ্তর আবেদন জানিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার ও সেন্ট্রাল জু অথরিটির কাছে।সব কিছু ঠিক থাকলে কুনো জাতীয় উদ্যানে আরও চিতা ছাড়া হবে, এখানেই গড়ে উঠবে চিতা প্রজনন কেন্দ্র এবং এখানেই শুরু করা হবে চিতা সাফারি। বিশেষ এই চিতাগুলি গভীর অরণ্যে অভ্যস্ত নয়, তাই এরা অরণ্যের বাইরের দিকটায় বেরিয়ে আসছে। তবে তাতে সাফারি করার সুবিধা হবে। কুনো জাতীয় উদ্যানে রয়েছে নানা রকম পশু এবং গাছ গাছালি। প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভাল। সব মিলিয়ে চিতা সাফারি মন্দ হবে না কুনো জাতীয় উদ্যানে।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.