Ads Top

দিল্লী বেড়াতে গেলে যেতেই হবে শহীদি পার্কে

 

দিল্লী বেড়াতে গেলে যেতেই হবে শহীদি  পার্কে

অন্য রুট, ভ্রমন সংবাদ, ২৬/০৮/২০২৩ : অনেকেই রাজধানী দিল্লীতে বেড়াতে যান, যেখানে দ্রষ্টব্য আছেও অনেক। তবে হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন দিল্লীর নবতম সংযোজন শহীদি পার্ক। দেশের একমাত্র আউটডোর মিউজিয়াম যেখানে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আত্মবলিদানের নিদর্শন। যেখানে গেলে আপনাকে পিছিয়ে যেতেই হবে ইতিহাসের সেইসব পাতায় যেখানে দেশ মাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার বাসনা জীবন্ত হয়ে ওঠে।  


রাজধানী দিল্লীতে প্রায় সাড়ে চার একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে শহীদি  পার্ক। এটিই দেশের প্রথম আউটডোর মিউজিয়াম। উদ্বোধন করেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর ভি. কে. সাক্সেনা। এখানেই মূর্ত হয়ে উঠেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ১০ জন শিল্পী এবং ৭০০ জন কারিগর এখানে জীবন্ত করে তুলেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। উপকরণ হিসেবে কাজে লাগানো হয়েছে প্রায় ২৫০ মেট্রিকটন বর্জ্য। এই উদ্যানটিকে উৎসর্গ করা হয়েছে সেই সব নায়কদের উদ্দেশ্যে যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়ে দিতেও কুন্ঠাবোধ করেন নি।  পার্কের মধ্যে রয়েছে অসংখ্য মূর্তি, স্মারক ও স্মৃতিসৌধ।


পার্কে বেড়াতে গেলে এক অদ্ভুত অনুভূতি পাওয়া যায়, এক অদ্ভুত শিহরণ অনুভূত হয়। দেশের স্বাধীনতার ইতিহাস, যার মধ্যে হয়ত অনেকটাই জানা আবার বেশ খানিকটা অজানা। দেখে নেওয়া যায় কিভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়ে এসেছেন আমাদের দেশেরই মানুষজন। আর কিভাবেই বা অসাধারন নায়কেরা নিজেদের সর্বোচ্য বলিদান দিয়ে স্বাধীন করে গিয়েছেন ভারত মাতাকে। পুরো পরিবারকে নিয়ে দিল্লীর এই মিউজিয়ামে ঘুরে বেড়ানো যেন এক অনন্য অভিজ্ঞতা। দেশের জন্যে গর্ব অনুভব করতে হবে। পার্কের মধ্যে রয়েছে ৫৬ হাজার গাছ , ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক ও স্যুভেনিয়ার স্টল। প্রায় ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে এই উদ্যান মিউজিয়ামটি তৈরি করতে। পার্কে প্রবেশ করতে হবে বাহাদুর শাহ জাফর মার্গ দিয়ে। গাড়ি পার্কিং করা যাবে কোটলা ফোর্টের দিকে রাস্তার ওপর। এই উদ্যানে টিকিট মূল্য হল ১০০ টাকা করে ছোটদের টিকিট মূল্য ৫০ টাকা করে। 




No comments:

Aaj Khabor. Powered by Blogger.