Ads Top

গঙ্গাবক্ষে সৌন্দর্য্য দেখতে এবার আসছে রোরো লঞ্চ

গঙ্গাবক্ষে সৌন্দর্য্য দেখতে এবার আসছে রোরো লঞ্চ

অন্যরুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৫/০৮/২০২৩ : গঙ্গাবক্ষে রোরো লঞ্চে ভেসে সৌন্দর্য্য দেখার ব্যবস্থা শুরু করতে চলেছে বিহার সরকার। বিহারের পাটনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদী। সেই নদীবক্ষেই এবার ভেসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ওয়াইল্ড লাইফ দেখার সৌভাগ্য।

বিহার সরকার গঙ্গাবক্ষে এই ধরনের ভ্রমণের ব্যবস্থা করছে দুই জায়গায়। আর কিছুদিনের মধ্যেই গঙ্গা বক্ষে লঞ্চ ভ্রমন চালু হয়ে যাবে বিহারের রাজধানী পাটনায়। সারাদিনে মোট চার থেকে পাঁচটি ট্রিপের ব্যবস্থা থাকবে। গঙ্গা নদীর সৌন্দর্য্য দেখার পাশাপাশি সূর্যাস্তের দৃশ্যও  বেশ ভাল লাগবে। গঙ্গা নদীর পাশেই রয়েছে গান্ধী ময়দান। পাটনা বেড়াতে গিয়ে অনেকেই এই ময়দানে হাওয়া খেতে পৌঁছে যান তবে এই লঞ্চ বিহারের মাথাপিছু ভাড়া এখনও  ঠিক করা হয় নি তবে বলা হচ্ছে মাথাপিছু ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হতে পারে।


পাটনা ছাড়াও গঙ্গাবক্ষে ভ্রমনের আয়োজন করা হচ্ছে বিহারের ভাগলপুরে। তবে এখানে বন দপ্তরের থেকে চূড়ান্ত ছাড়পত্র এখনও  পর্যন্ত আসেনি। ভাগলপুরের এই গঙ্গায় রয়েছে অসংখ্য গাঙ্গেয় ডলফিনের বসবাস। গঙ্গাবক্ষে নিয়মিত রোরো লঞ্চ পর্যটকদের নিয়ে চলাচল করতে থাকলে তাতে ডলফিনের কোনো ক্ষতি হবে কিনা তা খতিয়ে দেখে নিতে চাইছে বন দপ্তর। এই ব্যাপারে একটি সমীক্ষায় চালানো হয়েছে, তবে সবকিছু ঠিকঠাক থাকলে ভাগলপুরেও চালু হয়ে যাবে গঙ্গাবক্ষে নৌবিহার। আর সেইসঙ্গে উপভোগ করা যাবে ওয়াইল্ড লাইফকেও।



No comments:

Aaj Khabor. Powered by Blogger.