বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম হতে চলেছে ভারতে
অন্যরুট (বাংলা), ভ্রমন সংবাদ, ০৪/০৮/২০২৩ : ভারত পেতে চলেছে বিশ্বের সবচেয়ে বৃহৎ মিউজিয়াম। দিল্লীর এই মিউজিয়াম ভারতবর্ষের পর্যটন মানচিত্রে স্থান পেতে চলেছে। যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়ামে গেলে পাওয়া যাবে ভারতবর্ষের ৫ হাজার বছরের ইতিহাস।
দিল্লীতে নর্থ এবং সাউথ ব্লক নিয়ে গড়ে উঠেছে বিশালাকার এই মিউজিয়াম। মোট ১ লক্ষ ১৭ হাজার বর্গমিটার জায়গা নিয়ে গড়ে ওঠা এই মিউজিয়ামে থাকছে মোট তিনটি তল এবং ৯৫০টি ঘর। বহু প্রাচীন নিদর্শন সংরক্ষিত থাকবে এই মিউজিয়ামে। ১৮ই মে অর্থাৎ আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশাল মিউজিয়ামের ভার্চুয়াল ওয়াকথ্রু ইমেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। যেখানে এনিমেশনের মাধ্যমে মিউজিয়ামটিতে ঘুরে দেখা যাবে।
মিউজিয়ামটি ১২৩ একর জমির ওপর গড়ে উঠেছে। খরচ পড়ছে প্রায় ২,৭০০ কোটি টাকা। মোট আটটি শাখায় বিভক্ত করা হয়েছে বিশাল এই মিউজিয়ামকে। পর্যটকেরা এই মিউজিয়ামে এসে ভারতবর্ষ সম্বন্ধে নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে পারবেন বলে মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment