গোয়ার জলপ্রপাত ও অরণ্যে প্রবেশ নিষিদ্ধ
অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৮/০৭/২০২৩ : গোয়ার প্রশাসন গোয়ার কাছে জলপ্রপাত এবং অরণ্যের মধ্যে প্রবেশাধিকার তুলে নিলো। এবার থেকে সাধারণ মানুষ আর ওই জলপ্রপাত ও অরণ্যে প্রবেশ করতে পারবে না। গোয়া প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছে।
প্রবল বর্ষণে গোয়ার নদীগুলি ফুলে ফেঁপে রয়েছে। নদীতে তীব্র স্রোত রয়েছে। জলপ্রপাতেও রয়েছে অত্যাধিক জল। সগর্জনে সেই বিশাল জলরাশি পাহাড়ের নিচে ঝাঁপিয়ে পড়ছে। এই রকম একটা অবস্থায় সাধারণ মানুষ অরণ্য এবং জলপ্রপাতের কাছে পিকনিক করতে প্রচুর পরিমাণে ভীড় জমাচ্ছিল। পিকনিক করতে এসে নেশার ফোয়ারা ছুটছিল। সেইসঙ্গে স্থানীয় মানুষদের সাথে দুর্ব্যবহারও চলছিল। এই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল।
এর মধ্যেই জলপ্রপাত অঞ্চলে দুই জনের মৃত্যু হয়। তবু উৎসাহী মানুষের ভীড় কমছিল না। বিরক্ত হতে শুরু করেছিল অরণ্যের পশুরাও। এমতাবস্থায় গোয়া প্রশাসন অরণ্য ও জলপ্রপাত অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেয়।এর পর ফের নির্দেশ না আসা পর্যন্ত গোয়ার ঐ জায়গাগুলিতে যাওয়া যাবে না বলে জানিয়েছে গোয়া প্রশাসন। প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গোয়াবাসীরা।
No comments:
Post a Comment