Ads Top

লালকেল্লা অবরুদ্ধ যমুনার জলে

লালকেল্লা অবরুদ্ধ যমুনার জলে


অন্য  রুট, (বাংলা), ভ্রমন সংবাদ, ১৪/০৭/২০২৩ : ফের একবার যমুনার ভ্রকুটি চ্যালেঞ্জ জানাচ্ছে লাল কেল্লাকে। মনে করিয়ে দিচ্ছে ফেলে আসা ইতিহাসকে।

উত্তর ভারতের বিস্তীর্ন অঞ্চল দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, দিল্লী, হরিয়ানা ও উত্তরপ্রদেশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। ভারতবর্ষের সুদীর্ঘ নদীগুলির মধ্যে অন্যতম এই নদীর গুরুত্ব অপরিসীম। শুধু ইতিহাসের পাতাতেই নয়, যমুনা নদীর উল্লেখ রয়েছে বেদেও।  তাই শুধু সংস্কৃতিতেই নয় যমুনা অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে ভারতীয় অধ্যাত্মিকতার সাথেও।


আপন মনে বয়ে চলা যমুনা পাড়ের বৃত্তান্ত আমরা যেমন ইতিহাসে পাই, তেমনই  শ্রীকৃষ্ণের জীবনের সাথেও জুড়ে ছিল এই নদী। ভারতবর্ষে বহু সভ্যতার উত্থান পতন দেখেছে যমুনা।  যমুনার পাড়েই  মাথা তুলে দাঁড়িয়েছে একের পর এক সাম্রাজ্য, আবার কালের গর্ভে সেই সব সাম্রাজ্য ধুলোয় মিশেও গিয়েছে। খ্রীষ্ট জন্মের ২,৫০০ বছর আগে এই যমুনার পাড়েই  গড়ে উঠেছিল হরপ্পা  সভ্যতা। যমুনার বন্যায় সেই হৰপ্পার  ঠাঁই হয়েছে শুধুমাত্র ইতিহাসের পাতায়।


 যমুনার পাড়েই  সমাপ্ত হয়েছে মৌর্য্য  সাম্রাজ্য, কুষাণ  সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, আরও পরে মুঘল সাম্রাজ্য এবং তারও  পরে ব্রিটিশ সাম্রাজ্য। যমুনা নদী এর আগে বার বার প্রাকৃতিক বিপর্যয় এবং দূষণের দিকে অঙ্গুলি  নির্দেশ করে এসেছে। যমুনা নদীর ভয়ঙ্কর দূষণ নিয়ে নড়ে চড়ে  বসেছে মনুষ্য সমাজ। সাম্প্রতিক কালে উত্তর ভারত জুড়ে অতি বৃষ্টির জেরে যমুনা নদীর জল বইছে বিপদ সীমার কাছে। বৃষ্টি আরও বাড়লে আরও বিপদ। কেননা এখনই ভাসছে দিল্লী। যমুনার জলে বানভাসি হতে আর কতক্ষন ! এবার কি যমুনা লালকেল্লাকেই অবরুদ্ধ করে তুলবে ? প্রকৃতি প্রেমিক আর পরিবেশবিদরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.