Ads Top

হিমাচল, উত্তরাখণ্ডে বর্ষার তাণ্ডব

হিমাচল, উত্তরাখণ্ডে বর্ষার তাণ্ডব

অন্য রুট (বাংলা), সিমলা ও দেরাদুন, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড, ১০/০৭/২০২৩ : উত্তর ভারত  জুড়ে চলছে ঘোর বর্ষা। দিল্লীতেও হয়ে চলেছে রেকর্ড বৃষ্টি। ব্যাপক বৃষ্টিপাত চলছে রাজস্থানের বিভিন্ন জায়গায় এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের  পাহাড়ে। পাহাড়ের অবস্থা এতটাই বেগতিক যে পর্যটকদের জন্যে সতর্কবার্তা জারি করতে হয়েছে।

হিমাচল প্রদেশের পাহাড়ি নদীগুলি অতি  বৃষ্টির জলে পুস্ট হয়ে রীতিমত ফুঁসছে। তীব্র বেগে বয়ে চলেছে। এর জেরে বন্ধ রাখা হয়েছে কুলু থেকে মানালি যাওয়ার রাস্তা। ঐ  রাস্তায় একেকটি জায়গায় রাস্তার ওপর বিয়াস নদীর জল উঠে এসেছে। বন্ধ রাখা হয়েছে রোটাং পাস এবং অটল টানেল যাওয়ার রাস্তাও।  এই অঞ্চলগুলিতে যে কোনো মুহূর্তে ধ্বস নামতে পারে বলে জানানো হয়েছে। আপাতত মানালি থেকে লেহ যাওয়ার রাস্তাটিকেও বন্ধ রাখা হয়েছে।


প্রতিদিন হিমাচলের পাহাড়ে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে, তাতে বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। বড় ধরনের ল্যান্ড স্লাইডের আশঙ্কায় কালকা থেকে সিমলা যাওয়ার রেলপথও বন্ধ রাখা হয়েছে।  আপাতত বন্ধ রয়েছে মানালি থেকে লেহ  যাওয়ার ৩ নম্বর জাতীয় সড়ক, বন্ধ রয়েছে কোকসর - লোসার - কাজা  ৫০৫ নম্বর জাতীয় সড়ক,  উদয়পুর- তিন্দি - পাঙ্গি ২৬ নম্বর রাজ্য সড়ক, দরচা-সিংকুলা সড়ক এবং সুমদো -কাজা- লোসার  জাতীয়  সড়ক

এই মুহূর্তে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ে যা পরিস্থিতি চলছে, তাতে ঐ  দুই রাজ্যে এই মুহূর্তে ভ্রমন না করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে। সব রকম ট্রেকিং এর পরিকল্পনাও বাতিল করা উচিত হবে বিশেষ করে মানালি অঞ্চলে এই মুহূর্তে ভ্রমন করা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে। আবার স্পিতি সহ কিন্নর জেলার বিভিন্ন জায়গায় রাস্তাও ভেঙে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়াগায় রাস্তা সারাইয়ের কাজ চলছে, কিন্তু অতিবৃষ্টিতে সেই কাজও ব্যাহত হচ্ছে।


 উত্তরাখণ্ডের অবস্থাও একই রকম এই রাজ্যেও চলছে প্রবল বৃষ্টি, যার ফলে পাহাড়ের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পাহাড়ে ধ্বস নেমেছে, রাস্তাগুলি একেবারে ভেঙে গিয়েছে। বিভিন্ন জায়াগায় রাস্তা বন্ধ রয়েছে। বদ্রীনাথ এবং গঙ্গোত্রী এলাকায় বড়সড় ধ্বস নামার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ১১ অথবা ১২ তারিখের পর উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ একটু হলেও কমবে। তবু ঝুঁকির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এই মুহূর্তে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বেড়াতে না যাওয়াই ভাল 


# Contact for advertisement in this page. What's App - 8420807020

No comments:

Aaj Khabor. Powered by Blogger.