Ads Top

কলকাতা-ব্যাঙ্কক নতুন মহাসড়ক

কলকাতা-ব্যাঙ্কক নতুন মহাসড়ক

অন্যরুট, ভ্রমন সংবাদ, ১৯/০৬/২০২৩ : সড়কপথে জুড়ে যেতে চলেছে কলকাতা এবং ব্যাঙ্কক শহর দুটি। কলকাতা থেকে ব্যাঙ্কক শহর পর্যন্ত একটি হাই ওয়ে তৈরি হতে চলেছে, যে পথ ধরে অনায়াসেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরে।


ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের কলকাতা থেকে একটি হাই ওয়ে  জুড়তে চলেছে ভারত ও থাইল্যান্ডকে। রাস্তা নির্মাণের কাজ শুরুও হয়ে গিয়েছে, এমনকি থাইল্যান্ডের দিকটা সড়ক নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েও গিয়েছে। পুরো সড়কের বেশিরভাগটাই থাকছে ভারতের দিকে। কিছুটা থাকছে থাইল্যান্ডের দিকে।  সড়ক পথটি থাইল্যান্ড, মায়ানমার হয়ে ভারতে প্রবেশ করবে। ভারতের মনিপুর, নাগাল্যান্ড, আসাম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলে জানা গিয়েছে।


কলকাতা-থাইল্যান্ড সড়কপথের দৈর্ঘ্য মোট ২,৮০০ কিলোমিটার। থাইল্যান্ডের ব্যাঙ্কক শহর ছাড়াও সুখোথাই ও মায় সট শহরে প্রবেশ করবে এই মহাসড়ক। এছাড়াও মায়ানমারের ইয়াঙ্গন, মান্দালয়, কালেওয়া ও টামু শহর ছুঁয়ে আসবে। এরপর প্রবেশ করবে ভারতে। এদেশে মোরে, কোহিমা, গুয়াহাটি, কোচবিহার, মালদহ এবং শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে শেষ হবে মহাসড়কটি। 

এই সড়ক ধরে যেমন ট্যুরিস্ট বাস ও গাড়ি চলবে, তেমন বাণিজ্যের সহায়কও হবে। ভারত, মায়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে পণ্য সরবরাহ করাও যাবে। তিনটি দেশেরই সামগ্রিক উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপরা বৃদ্ধি পাবে। আগামী তিন থেকে চার বছরের মধ্যেই কলকাতা-ব্যাঙ্কক মহাসড়কটি নির্মাণ হয়ে যাবে এবং জনসাধারণের জন্যে খুলে দেওয়া হবে।


 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.