Ads Top

কেদারনাথে আক্রান্ত তীর্থযাত্রী, আটক ৫ ঘোড়াওলা

কেদারনাথে আক্রান্ত তীর্থযাত্রী, আটক ৫ ঘোড়াওলা


অন্য রুট, (বাংলা), ভ্রমন সংবাদ, ১৪/০৬/২০২৩ : কেদারনাথ ধামে বেড়াতে গিয়ে ঘোড়াওলাদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক তীর্থযাত্রী। সেই ঘটনায় পাঁচ জন ঘোড়াওলাদের গ্রেপ্তার করল পুলিশ।

তীর্থযাত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় কড়া  হাতে পরিস্থিতি সামাল দিয়েছে শোনপ্রয়াগের পুলিশ। কেদারনাথে তীর্থ করতে গিয়ে কয়েকজন ঘোড়াওলাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন এক তীর্থযাত্রী। ঐ  ঘোড়াওলাদের হাতেই আক্রান্ত হয়েছিলেন তিনি। তীর্থযাত্রী আক্রান্তের ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পরেই ঐ  পাঁচ ঘোড়াওলাকে গ্রেপ্তার করা হয়। 


পুলিশ জানিয়েছে, 'প্রতিবছর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে অসংখ্য মানুষ কেদারনাথে আসেন। এখানে সব তীর্থযাত্রীকেই স্বাগত জানায় পুলিশ। সব তীর্থযাত্রীরা যাতে নিরাপদে ভ্রমন করতে পারেন তার জন্যে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়। তীর্থযাত্রীদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে তীর্থযাত্রীদের হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেদারনাথ যাত্রাকে আরোই সহজ ও নিরাপদ করে তুলতে এখানকার পুলিশ ও প্রশাসন বদ্ধপরিকর'। ধৃত পাঁচ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.