ভুটান যাওয়ার খরচ কমে গেল
অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৩/০৬/২০২৩ : ভুটানে বেড়াতে যাওয়া এবার কিছুটা হলেও সস্তা হতে চলেছে। ভুটানে যাওয়ার জন্যে প্রতিদিন হিসেবে যে উন্নয়ন কর দিতে হত, সেই করের অর্থে ছাড় দিতে শুরু করেছে ভুটান সরকার।
ভুটান এমনিতেই খুব সুন্দর একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। এখানে হিমালয়ের যেন অন্যরকম রূপ, আর সেই রূপ সৌন্দর্য চেটেপুটে নিতে প্রতি বছর পর্যটকেরা ছুটে যান ভুটানে। কিন্তু করোনাকালে পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল প্রতিবেশী এই দেশে। সেই দেশের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল। এরপর যখন সব আবার চালু হয়ে যায়, সেই সময় পর্যটকদের ওপর নতুন করে কর চাপায় ভুটান সরকার। উন্নয়ন কর হিসেবে আগে নেওয়া হত $ ৬৫ ডলার প্রতিদিন, তার বদলে নেওয়া শুরু হল $ ২০০ ডলার প্রতিদিন হিসেবে। ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হল উন্নয়ন কর।এতে করে নিঃসন্দেহে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল ভুটানে।
এবার কিন্তু ভুটান আরও বেশি করে পর্যটকদের চাইছে। এবার তারা চাইছে আরও বেশি করে পর্যটক আসুক ভুটানে আর সেই কারণেই উন্নয়ন করে ওপর কিছুটা ছাড় ঘোষণা করেছে ভুটান সরকার। নতুন নিয়ম অনুযায়ী, যে পর্যটক যত বেশি দিন ভুটানে থাকবেন, তাঁকে সেই অনুপাতে উন্নয়ন কর কম দিতে হবে। যেমন, কেউ যদি ৪ রাত্রি থাকেন, তাহলে পারে ৪ রাত্রির জন্যে আর উন্নয়ন কর দিতে হবে না। কেউ ৭ দিন থাকলে তাঁকে আর পরের ৭ দিনের জন্যে উন্নয়ন কর দিতে হবে না। ঠিক এভাবেই যদি কেউ ১২ দিনের জন্যে কর জমা দেন, তাহলে পরবর্তী ১৮ দিনের জন্যে তাঁকে আর উন্নয়ন কর জমা দিতে হবে না।
এভাবেই বর্দ্ধিত উন্নয়ন করে ছাড় দিয়ে নতুন করে পর্যটকদের আকর্ষণ করতে চাইছে ভুটান। জুন মাসের ১ তারিখ থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে। আপাতত এই নিয়ম চলবে ২০২৪ সালের শেষ পর্যন্ত বলে জানা গিয়েছে। নতুন নিয়ম ঘোষণা করার আগেই যাঁরা ভুটান যাওয়ার জন্যে আবেদন করেছিলেন, তাঁরা তাঁদের ভিসা বাতিল করে নতুন করে ভিসার জন্যে আবেদন জানাতে পারবেন।
No comments:
Post a Comment