40 লক্ষ যাত্রীর অপেক্ষায় চারধাম
অন্য রুট (বাংলা), ভ্রমণ সংবাদ, 04/06/2023 : উত্তরাখন্ডের পাহাড়ে আবহাওয়া এখন অনেক ভাল, আর তাই চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের ভীড় ক্রমেই বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে অনলাইন বুকিং বন্ধ করে দিতে হয়েছে রাজ্য সরকারকে।
উত্তরাখন্ড রাজ্যের পর্যটন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 20 লক্ষ তীর্থযাত্রী চার ধামে যাচ্ছেন। এই মুহুর্তে অনলাইন বুকিং এর আবেদন জানিয়েছেন 40 লক্ষ মানুষ। এই মরসুমে চার ধামে গিয়েছেন 7 লক্ষ 13 হাজার মানুষ। সুষ্ঠুভাবে যাতে যাত্রা সম্পন্ন হয় তার জন্য আগামী 15ই জুন পর্যন্ত অনলাইন বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে।
চার ধাম যাত্রায় যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এবং সমস্যা না হয় তার জন্যে উদ্যোগ নিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি নিজেই পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। বহু তীর্থযাত্রীর সাথে মুখ্যমন্ত্রী নিজেই কথা বলে জানার চেষ্টা করছেন তাঁদের কোনোরকম অসুবিধা হচ্ছে কিনা। প্রশাসন তৎপর হয়ে কাজ করে চলেছে।
চারধামের মধ্যে গংগোত্রি ও যমুনেত্রীর দরজা খুলে দেওয়া হয়েছিল এপ্রিলের 22 তারিখে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। কেদারনাথ ও বদ্রীনাথের দরজা খুলেছিল যথাক্রমে 25 শে এপ্রিল ও 27 এপ্রিল তারিখে। পর্যটকদের সুবিধার জন্য হৃষিকেশ ছাড়াও যাত্রা পথের বিভিন্ন জায়গায় হেল্প লাইন অফিস ও শিবির খোলা হয়েছে।
No comments:
Post a Comment