অরণ্য বন্ধ থাকছে আগামী 3 মাস
অন্যরুট (বাংলা), ভ্রমণ সংবাদ, 17/06/2023 : বন্ধ হয়ে গেল উত্তর বঙ্গের অরণ্যগুলি। এখন থেকে তিন মাস আর প্রবেশ করা যাবে না উত্তর বঙ্গের বিভিন্ন অরণ্যগুলিতে।
গতকাল অর্থাৎ 16 তারিখ থেকে পর্যটকদের জন্যে বন্ধ করে দেওয়া হল উত্তরবঙ্গের সব অরণ্য। বর্ষাকালে প্রতিবছর তিন মাসের জন্যে বন্ধ রাখা হয় অরণ্যগুলিকে। এটা বনের পশুদের প্রজননের সময়। সেই কারনেই অরণ্য বন্ধ রাখা হয় পর্যটকদের জন্যে।
সুতরাং বন্ধ থাকছে গরুমারা অভয়ারণ্য, চাপড়ামারি, চিলাপাতা, জলদাপাড়া, খুন্টিমারি, বক্সা অরণ্য। বন্ধ থাকবে জাঙ্গল সাফারিও। তা বলে পর্যটকশূন্য হয়ে পড়বে না ডুয়ার্স। ভরা বর্ষায় ডুয়ার্সের অনন্য রূপ সৌন্দর্য দেখার জন্যে অনেকেই ভীড় করেন। এই সময় নিয়মিত বৃষ্টি হওয়ায় অরণ্য যেন আরও সবুজ হয়ে ওঠে, নাই বা প্রবেশ করা গেল অরণ্যের ভিতরে। এখানকার নদীগুলি পুষ্ট এবং খরশ্রোতা হয়ে ওঠে। দুরের পাহাড়গুলো আরও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। দর্শন মেলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘারও।
No comments:
Post a Comment