Ads Top

জি20 সফল, কাশ্মীর ভ্রমণ হাতছানি দিচ্ছে

জি20 সফল, কাশ্মীর ভ্রমণ হাতছানি দিচ্ছে


অন্য রুট (বাংলা), ভ্রমণ সংবাদ, 02/06/2023 : ভারতের পৌরহিত্যে মে মাসের 22 থেকে 24 তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জি20 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঐ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের পর্যটনকে তুলে ধরা হয়েছে। এমনিতেই জম্মু ও কাশ্মীর ভ্রমণ করতে দেশের ও বিদেশের প্রকৃতি প্রেমী মানুষ ভীড় করেন বছরভর। এবার জি20 বৈঠকের পর কাশ্মীর ভ্রমণের নৌকার পালে আরও বাতাস লাগল বলে মনে করা হচ্ছে।


আন্তর্জাতিক জি20 বৈঠকে শুধুমাত্র চীন অনুপস্থিত ছিল। বাকি জি20 সদস্য দেশগুলি উপস্থিত ছিল। এই ধরনের একটি আন্তর্জাতিক বৈঠক কাশ্মীর উপত্যাকায় করাটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রথমত যেভাবে এই বৈঠকের সমর্থনে শ্রীনগরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন সংগঠনের তরফ থেকে পোস্টার পড়েছিল, তাতে বৈঠকের গুরুত্ব যেমন অনেকটা বেড়ে গিয়েছিল তেমন চরমপন্থী সংগঠন, যারা এই ধরনের বৈঠকের বিরোধী ছিল, তারা ব্যাকফুটে চলে গিয়েছিল। উপরন্তু বহির্বিশ্বকে এটাও দেখানো গেল 370 ধারা রদ করার পর কাশ্মীর শান্ত আছে, কাশ্মিরীরা উন্নয়নকে স্বাগত জানাতে চায়। 


আন্তর্জাতিক জি20 বৈঠক নিয়ে আশায় বুক বেঁধেছে কাশ্মীরিরাও। জি20 বৈঠকে কাশ্মীরিদের অতিথি বৎসলতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্য, শিকারা, হাউসবোট, যোগাযোগ ব্যব্স্থা, পর্যটনের পরিকাঠামো, টিউলিপ, আপেল ইত্যাদির কথা তুলে ধরা হয়েছে। এই সব কিছুর মাধ্যমেই শুধু পর্যটন শিল্পই নয়, অন্যান্য শিল্পের দরজাও দ্রুত খুলে যেতে শুরু করেছে। কাশ্মীর উপত্যাকা এখন প্রভূত উন্নয়নের অপেক্ষায়।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.