লেকের জলে উল্টে গেল হাউসবোট
অন্য রুট (বাংলা), ভ্রমণ সংবাদ, আলাপুঝা, কেরালা, 30/05/2023 : লেকের জলে ভেসে থাকতে গিয়ে বরাত জোড়ে প্রাণে বাঁচলেন তিন পর্যটক। তাঁদেরকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরবেলায় কেরালার আলাপ্পুসা জেলার আলাপ্পুঝা লেকে একটি ভাসমান হাউসবোট দুর্ঘটনার কবলে পড়। বিলাসবহুল গোটা বোটটাই উল্টে যায়।
দুর্ঘটনা ঘটার সময় ঐ হাউস বোটে তিন জন পর্যটক ছিলেন। তাঁরা প্রত্যেকেই লেকের জলে পড়ে যান। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঐ তিন পর্যটককে লেকের জল থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কেরালা পুলিশ।
No comments:
Post a Comment