Ads Top

সিকিম যাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে

সিকিম যাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে


অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ২৬/০৫/২০২৩ : সিকিম যাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে। এই খবরে খুশীর হাওয়া পর্যটক মহলে। সিকিম যাওয়ার জন্যে সড়কপথ যেমন চওড়া করে দেওয়া হচ্ছে, তেমন নতুন সড়কপথ তৈরি করার ব্যবস্থাও হচ্ছে। আবার রেলপথেও জুড়ে যাচ্ছে সিকিম।

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা খুব বেশি নেই। সবচেয়ে জনপ্রিয় রাস্তাটি হল জাতীয় সড়ক, যে পথটি সেবক হয়ে তিস্তাবাজার হয়ে রংপো তথা গ্যাংটকের দিকে চলে গিয়েছে। আরেকটি রুট হল পশ্চিমবঙ্গের ডুয়ার্স থেকে গরুবাথান, লাভ, আলগড়া হয়ে ঋষি খোলা পার করে জুলুক দিয়ে অর্থাৎ যে পথে সিল্ক রুট পড়ে।  এছাড়াও দার্জিলিং থেকে সিঙ্গালিলা অতিক্রম করে পশ্চিম সিকিমে প্রবেশ করা যায়। এবার সিকিম রাজ্যে যাওয়ার ওপর আরও গুরুত্ব দিয়েছে কেন্দ্র সরকার। কারন এই রাজ্যের পূর্ব ও উত্তরদিকে রয়েছে চীন সীমান্ত। 

সিকিমের পথে 

সিকিমের পূর্ব দিকে রয়েছে নাথুলা সীমান্ত এবং উত্তরদিকে রয়েছে ইয়ুমথাং ও গ্রীন লেক সীমান্ত। তাই এই দুই সীমান্তে সেনাবাহিনী যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সেটা নিশ্চিত করতেই যোগাযোগ ব্যবস্থা আরও ভালোভাবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র সরকার। চীন সীমান্ত ছাড়াও এই এলাকার কাছাকাছি রয়েছে নেপাল ও ভুটান সীমান্ত (ডুয়ার্সের কাছে), বাংলাদেশ সীমান্তও খুব দূরে নয়। তাই সিকিমের ভৌগলিক গুরুত্ব অপরিসীম বলে মনে করছে কেন্দ্র সরকার। অর্থ মন্ত্রক থেকে অর্থ বরাদ্দও  ঘোষণা করা হয়েছে। খুব দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে প্রতিবেশী রাজ্য সিকিমে। তাই দেদার খুশি পর্যটকেরাও।.


সেবক থেকে যে রাস্তাটি (জাতীয় সড়ক), তিস্তা বাজার হয়ে রংপোর দিকে গিয়েছে সেই রাস্তাটিকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই কারণেই পাহাড় কেটে রাস্তা প্রশস্ত করার আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার কেন্দ্র সরকার ঐ  রাস্তাটিকে ফোর লেন বানানোর উদ্যোগ নিয়েছে। ফোর লেন রাস্তা পেলে ঐ  পাহাড়ি পথে আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে সিকিমের বিভিন্ন জায়গায়। আবার ডুয়ার্সের বাগরাকোট থেকে আরেকটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, ঐ  রাস্তাটি ধরে দ্রুত পৌঁছে যাওয়া যাবে নাথুলা সীমান্তে। মূলত: সেনাবাহিনীর কথা ভেবেই ঐ পথ তৈরি করা হচ্ছে। সম্প্রতি ঐ  রাস্তার গ্রাফিক্স প্রকাশ্যে আনা হয়েছে। নির্মাণ কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। আগামী বছর ঐ  পথ খুলে দেওয়া হতে পারে। ঐ  রাস্তা ধরে বাগরাকোট চা বাগান ধরে লোলেগাঁও, আলগড়া, পেডং হয়ে নাথুলা এবং অন্যান্য দিকে দ্রুত পৌঁছানো যাবে। রাজধানী গ্যাংটকেও পৌঁছানো যাবে অতি  দ্রুত।


বাগরাকোট থেকে নাথুলা যাওয়ার এই নতুন রাস্তা নির্মাণের জন্যে বরাদ্দ অর্থ চলে এসেছে, তাই কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। সেবক থেকে রংপো পর্যন্ত রেল লাইন পাতার কাজ চলছে, যে কারনে ঐ দিককার পাহাড়ের বুক চিরে অনেকগুলি টানেল বসানো হয়েছে। সেতু তৈরি করা হয়েছে। সিকিম রাজ্যে এবার ট্রেনেও পৌঁছানো সম্ভব হবে। রেলমন্ত্রী নিজে ঘুরে গিয়েছেন সিকিম থেকে। তাঁর আশ্বাস অনুযায়ী রংপো থেকে গ্যাংটক এমনকি নাথুলা পর্যন্ত রেললাইন বসানো হতে পারে অদূর ভবিষ্যতে। 

পেকিয়াং এয়ার স্ট্রিপ 

এছাড়াও সিকিমের একমাত্র বিমানবন্দর পেকিয়াঙকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। ঐ  বিমানবন্দরের সাথে দেশের অন্যান্য বিমানবন্দরের যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। বিমানের সংখ্যাও বাড়ানো হবে। অর্থাৎ অদূর ভবিষ্যতে চওড়া সড়কপথ হোক, রেল লাইন হোক অথবা আকাশপথেই হোক সিকিমে পৌঁছানো অনেকটাই সহজ হয়ে উঠবে। যা কিনা খুশীর খবর ভ্রমণপ্রিয় মানুষের কাছে। 



No comments:

Aaj Khabor. Powered by Blogger.