মায়াবী রামধুরা
অন্য রুট (বাংলা), 24/05/2023 : উত্তরবঙ্গের পাহাড়ে অফবিট জায়গাগুলিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। যে কারনে কার্শিয়াং, তিস্তা বাজার, কালিম্পং, লাভা অঞ্চলে ভীড় বেড়েই চলেছে পর্যটকদের। আর এই কারনেই এই গন্তব্যগুলিতে হোটেলের সংখ্যা না বেড়ে হোম স্টের সংখ্যা বেড়ে চলেছে। এতে করে পাহাড়ি গ্রামগুলিতে অর্থনৈতিক উন্নয়ন বাড়ছে। যে সব জায়গায় গ্রামের মানুষ জঙ্গলের গাছ কেটে কাঠের অবৈধ কারবার করতে বাধ্য হত, তাঁরাই এখন সাফল্যের সাথে পর্যটন ব্যবসার সাথে যুক্ত হয়েছেন।
কালিম্পং জেলায় রামধুরার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। পাহাড়ের অফবিট ভ্রমণে গিয়ে রামধুরা আকর্ষণ করবেই। পাহাড়ি নিসর্গ যেমন আছেই ঠিক তেমনই নিশ্চুপ পরিবেশ যেকোনো সমতলের মানুষকে মুগ্ধ করে তুলবে। রামধুরাকে আড়াল করে রেখেছে ঘন পাইন বন। এই পাইন বনে লুকোচুরি খেলে বেড়ায় রোদ, কুয়াশা আর মেঘেদের দল। এরা তিনে মিলে এক অদ্ভুত মায়াবি পরিবেশ তৈরি করে রাখে রামধুরা গ্রামে।
এখানে রয়েছে হনুমান টোক, হাল্কা ট্রেক করে পাহাড়ের সামান্য উচ্চতায় পাওয়া যাবে অসামান্য প্রাপ্তি। উত্তরের দিগন্ত জুড়ে স্বপার্ষদ কাঞ্চনজঙ্ঘা। তার গায়ে সারা দিন চলে অদ্ভুত রঙের খেলা। দেখতে পাওয়া যায় অন্যান্য পাহাড় ও পর্বতশ্রেণীর দলও। রামধুরা থেকে কাছাকাছি অনেক জায়গা আছে যা দেখে মন ভরে উঠবে। যেমন, কালিম্পং, দুর্পিন দাড়া, ডেলো লেক, ইচ্ছে গাঁও, চীবো, পেডং, সিলারি গাঁও, রামিতে দাড়া, দামসং ফোর্টের ধ্বংসাবশেষ, ক্রস হিল, আলগড়া, তিনচুলে, ঋষি খোলা, রিকিসাম ইত্যাদি।
রামধুরা যেতে হলে রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতে হবে । এখান থেকে রামধুরার দুরত্ব 86 কিলোমিটার। বাগডোগরা বিমান বন্দর থেকে দুরত্ব 89 কিলোমিটার। এই দুই জায়গা থেকেই পুরো গাড়ি ভাড়া করে রামধুরা পৌঁছানো সম্ভব। অথবা কালিম্পং পর্যন্ত এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে রামধুরা পৌঁছানো যাবে। কালিম্পং থেকে রামধুরা গ্রামের দুরত্ব মাত্র 15 কিলোমিটার। রামধুরার উচ্চতা 5000 ফুট। বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সময় রামধুরা ভ্রমণ উপভোগ্য হবে।
রামধুরায় রাত্রিবাসের জন্যে যোগাযোগ করতে পারেন -
ড্যানজং হোম স্টে - 9933780216, রামধুরা কুনসাং হোম স্টে - 9800317023, রামধুরা উড হোম স্টে - 9163428385, কিন্যানস হোম স্টে - 9062016693 / 8100483840
No comments:
Post a Comment