Ads Top

মাটি কাটতে গিয়ে উদ্ধার মুঘল আমলের মোহর

মাটি কাটতে গিয়ে উদ্ধার মুঘল আমলের মোহর


আজ খবর (বাংলা), সাহারানপুর, উত্তরপ্রদেশ, 24/05/2023 : উত্তরপ্রদেশের সাহারানপুরে মন্দিরের জন্য মাটি কাটতে গিয়ে পাওয়া গেল মুঘল আমলের মোহর বা মুদ্রা। পুলিশ সেই মোহরগুলিকে বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সাহারানপুরে সতীধাম মন্দিরের পিছন দিকে একটি পাঁচিলের সংস্কারের কাজ চলছিল। মাটি খোঁড়ার কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ঠিক তখনই মাটি কাটতে গিয়ে বেড়িয়ে আসে মুঘল আমলের মুদ্রাগুলি। খবর পেয়ে পুলিশ যায় সেখানে এবং মুদ্রাগুলি বাজেয়াপ্ত করে।

তদন্তের জন্যে মুদ্রাগুলিকে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে মুদ্রা গুলি প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো। অর্থাৎ মুঘল আমলের। মুদ্রাগুলির ওপর আরবিক ভাষায় কিছু লেখা রয়েছে।  প্রত্যেকটি মুদ্রার বর্তমান বাজার দর সাড়ে তিন হাজার টাকার মতন হতে পারে বলে মনে করা হচ্ছে।

একই রকম ঘটনা চলতি বছরের গোড়ার দিকে ঘটেছিল মধ্যপ্রদেশের ডামো জেলায়। সেখানে যে মোহরগুলি পাওয়া গিয়েছিল তা ছিল 13-14 শতকের। সেগুলি ছিল তামা, পিতল ও রুপো দিয়ে তৈরি। মুঘল যুগের সেই মোহরগুলি পুলিশের হাতে যাওয়ার আগেই শ্রমিকরা যে যতটা পেরেছে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.