28 বার এভারেস্ট শৃঙ্গে মহিলা শেরপা
অন্য রুট (বাংলা), কাঠমান্ডু, নেপাল, 23/05/2023 : নেপালের কামি রিতা শেরপা নিজেরই রেকর্ড ভেঙ্গে আজ 28 তম বার আরোহণ করলেন মাউন্ট এভারেস্টএর শৃঙ্গে।
বয়স মাত্র 53 বছর। পূর্ব নেপালের সলুখুম্বু জেলার বাসিন্দা কামি রিতা শেরপা মঙ্গলবার সকাল 9:20 মিনিটে 28 তম বার আরোহণ করলেন বিশ্বের সর্বোচ্য শৃঙ্গে। গত 17 তারিখে তিনি 27 তম বার এভারেস্টে আরোহণ করেছিলেন। মাউন্ট এভারেস্টে সফলভাবে আরোহণ করা এবং নিখুঁতভাবে অভিযান শেষ করাটাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন রীতা শেরপা।
1994 সালের 13ই মে তারিখে প্রথমবার সর্বোচ্য শৃঙ্গে আরোহণ করেছিলেন রীতা শেরপা। সেই শুরু, তারপর থেকে এভারেস্ট আরোহণ যেন জলভাতে পরিণত করেছেন তিনি। তিনিই এই মুহুর্তে একমাত্র পর্বতারোহী যিনি সবচেয়ে বেশি বার সফল ভাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাচ্ছে। কুর্নিশ জানাচ্ছে অন্য রুট কর্তৃপক্ষও।
No comments:
Post a Comment