Ads Top

উত্তরাখণ্ডে নতুন ১৫টি ট্রেক রুট খুলে যাচ্ছে

উত্তরাখণ্ডে নতুন ১৫টি ট্রেক রুট খুলে যাচ্ছে

অন্য রুট, ভ্রমন সংবাদ, ২৩/০৩/২০২৩ : উত্তরাখন্ড রাজ্যে ট্রেকিং এর বেশ কিছু নতুন রুট খুলতে চলেছে। উত্তরাখন্ড পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই রাজ্যে গভীর বনপথে অন্ততপক্ষে ১৫টি নতুন ট্রেক রুট খুলতে চলেছে। সুতরাং উত্তৰাখণ্ডকে আরও নিবিড় ভাবে পেতে  মানুষের নতুন গন্তব্য  উত্তরাখন্ড রাজ্য। 

উত্তরাখন্ড রাজ্য পর্যটন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই রাজ্যের গভীর বনপথ ধরে ১৫টি নতুন গন্তব্যে ট্রেক করে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই রুটগুলির অনেকগুলিই হল চক্রাতা  অঞ্চলে. অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে থাকা নতুন এই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে আগামী গ্রীষ্মেই, তার জন্যে যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছে উত্তরাখন্ড পর্যটন দপ্তর।


মোট ১৫টি ট্রেক রুট খুলে দেওয়া হচ্ছে। এই রুটগুলি গিয়েছে উত্তরাখণ্ডের গভীর বনপথ ধরে. যার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে সেভাবে এখনো প্রজাতকের পদচিহ্ন পড়েই নি. এই জায়গাগুলিকে নতুন করে আবিস্কারের হাতছানি তো থাকছেই। তার সাথে থাকছে দুর্দান্ত পরিকাঠামো। থাকছে ক্যাম্প সাইট, ট্রেকার্স হাট , ব্রিটিশ বাংলো  ইত্যাদি। পর্যটকেরা নিজেদের সুবিধা মত ট্রেক রুট বেছে নিতে পারবেন। এমন কিছু জায়গা রয়েছে যেখানে হয়ত সারাদিনে মাত্র আড়াই কিলোমিটার হাঁটতে হল আবার কোথাও এমন জায়গা রয়েছে যেখানে হয়ত এক সপ্তাহে ৬৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হল. গাইড বা পোর্টার পাওয়া যাবে। 


উত্তরাখণ্ডের নতুন এই ট্রেক রুটগুলির মধ্যে অল্প চেনা বা অচেনা গন্তব্য থাকছে যেমন নাডা , কোনেন , কুডোগ , দারাগড় , বুধার , জখ , দেওবান, মুণ্ডালী, কাহাতিয়ান, কানাসার  ইত্যাদি। চক্রটা এলাকায় ৫৪২ মিটার থেকে শুরু করে ৩০৬৭ মিটার পর্যন্ত উচ্চতায় ট্রেক করা যাবে।







No comments:

Aaj Khabor. Powered by Blogger.