পিথোরাগরের ১০০ গ্রাম বয়কট করেছে হোলি উৎসব
অন্য রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৩/০৩/২০২৩ : এবার হোলিতে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অন্তত ১০০টি গ্রাম রঙের খেলা বর্জন করেছে। কুমায়ুন হিমালয়ের বিভিন্ন জায়গা থেকেও এই হোলি বর্জন করা হয়েছিল। যার ফলে উত্তরাখণ্ডের একটা দিক এবারে আর মেতে ওঠে নি হোলি উৎসবে।
উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অন্তত ১০০ টি গ্রামের বাসিন্দারা মনে করেন এই এলাকা হল চিপলা কেদারের যাত্রা পথ।এই অঞ্চলে রঙের খেলায় মেতে ওঠা মানে স্থানীয় দেবতাকে অখুশী রাখা। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে নানারকম সমস্যার সম্মুখীন হতে হবে পাহাড়িদের। এই কারণেই প্রতি বছর হোলি খেলায় অনীহা লক্ষ্য করা যায় উত্তরাখণ্ডের এই অঞ্চলে। এবারে অবশ্য এই অনীহা আগের চেয়ে বেড়েছে অনেকটাই। ঐতিহাসিকদের মতে হোলি খেলা পাহাড়ি আদিবাসীদের উৎসব নয়, বরং তাঁরা জানেন তাঁদের প্রাচীন ডেবতা ও তাঁদের ইতিহাস।
উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ হয়েই চলেছে। যার ফলে মানুষের প্রাণহানির ঘটনা যেমন ঘটছে, তেমন ক্ষয়ক্ষতি হচ্ছে চাষাবাদে, পশুপালনেও। এই কারণেই আতঙ্কিত উত্তরাখণ্ডের মানুষ জন। তাই স্থানীয় দেবতাকে তুষ্ট রাখতে গিয়ে হোলির মত উৎসবকে বর্জন করতেও পিছপা হচ্ছেন না অনেকেই। তবে রঙের খেলা না হলেও বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈঠকি হোলি উৎসবকে। যেখানে রং দেওয়া থাকবে না, কিন্তু উত্তরাখণ্ডের সাবেকি খানাপিনা, গান, বাজনা, মজলিশী সব কিছুই থাকছে।
No comments:
Post a Comment