রাজস্থানে চলতি মাসেই শুরু হচ্ছে মেবার উৎসব
অন্য রুট (বাংলা), ভ্রমণ সংবাদ, ১৭/০৩/২০২৩ : রাজস্থানের অন্যতম জনপ্রিয় উৎসব হল 'মেবার উৎসব'। প্রতি বছর রাজস্থানের বিভিন্ন জায়গায় বসন্তকালকে স্বাগত জানাতেই এই উৎসব উদযাপন করা হয়, আর এই বছর এই উৎসব পালিত হবে রাজস্থানের উদয়পুরে।
প্রতি বছর বসন্তকালকে স্বাগত জানাতে মার্চ বা এপ্রিল মাসে মেবার উৎসব উদযাপিত হয়। রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়। শুধু যে রাজস্থানের মানুষ এই উৎসবে ভীড় করেন তা নয়, প্রতি বছর শুধু মেবার উৎসব দেখা জন্যে প্রচুর পর্যটক চলে যান রাজস্থানে। রথ দেখা আর কলা বেচা যেন একসাথেই হয়ে যায়। এই বছরে উদয়পুরে গেলে এই উৎসব দেখতে পাওয়া যাবে।
চলতি মাসের ২৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী মেবার উৎসবে এখন থেকেই ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় গোটা উদয়পুর নানা রঙে সেজে উঠেছে। বাড়িগুলিতে মেয়েরা রঙ্গোলি দেওয়ার কাজ প্রায় শেষ করে এনেছে। পুরুষরা নানারকম রঙ্গীন পোশাক পরিধান করে উৎসবকে যেন আরও প্রাণবন্ত করে তুলতে চাইছে। এই সময় মন্দিরগুলিকেও সাজিয়ে তোলা হয়। দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর পূজা করা হয়। বিভিন্ন জায়গায় রাজস্থানী লোক গান এবং লোকনৃত্যের আসর বসে। দোকানগুলিতে রাজস্থানি আদবকায়দায় খানাপিনার ব্যবস্থা করা হয়।
No comments:
Post a Comment