Ads Top

কাশ্মীরে শুরু হতে চলেছে বার্ষিক টিউলিপ উৎসব

কাশ্মীরে শুরু হতে চলেছে বার্ষিক টিউলিপ উৎসব

অন্য  রুট (বাংলা), ভ্রমন সংবাদ, ১৪/০৩/২০২৩ : কাশ্মীর এবং নিসর্গ যেন সমগোত্রীয় হয়ে উঠেছেপর্যটকদের কাছে, আর তাই প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে চলেছে কাশ্মীর উপত্যকায়। গোটা শীত কাল জুড়েব্যাপক তুষারপাতের কারনে সকলের চোখ ছিল কাশ্মীরের দিকে। আর এবার শীত ঘুম কাটতে না কাটতেই উপত্যকা জুড়ে বসন্তের আয়োজন। রঙ্গীন হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ন উপত্যকা। 

কাশ্মীরে বসন্ত এসে গেছে। গুলমার্গ চত্বর এখনো বরফে ঢাকা হলেও পাটনিটপ থেকে শুরু করে জম্মু উপত্যকা পর্যন্ত রং ধরেছে পাহাড়ের গায়ে। এর মধ্যেইশীত তার কামড় আলগা করতে শুরু করেছে একটু একটু করে। আর কিছুদিন পর থেকেই কাশ্মীরে শুরু হতে চলেছে টিউলিপ উৎসব। কাশ্মীরের উপত্যকায় কত যে টিউলিপ ফুটে থাকবে বিভিন্ন রঙের, থরে থরে, তা যেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বসন্তকাল  এবং গ্ৰীষ্মকাল  এই দুই সিজন জুড়ে কাশ্মীরে চলবে টিউলিপ উৎসব। 


চলতি বছরে আগামী ২৪শে মার্চ থেকেই শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন খুলে দেওয়া হবে সাধারণ পর্যটকদের জন্যে। এপ্রিল মাসের ৩ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত শ্রীনগরে উদযাপিত হবে আন্তর্জাতিক টিউলিপ (বার্ষিক) উৎসব। মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হল টিউলিপ ফোটার সময়। সুতরাং এই সময়টাকে হিসেবে কষে  ব্যাগ গুছিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারলেই উপরি পাওনা হিসেবে জুটবে কাশ্মীরের বিখ্যাত টিউলিপ উৎসবের সাক্ষী থেকে যাওয়ার সুযোগ।



No comments:

Aaj Khabor. Powered by Blogger.