Ads Top

এবার বিলাসবহুল ট্রেনে উত্তর-পূর্ব দর্শন

এবার বিলাসবহুল ট্রেনে উত্তর-পূর্ব দর্শন


অন্য রুট (বাংলা), নতুন দিল্লী, ভারত, ভ্রমন সংবাদ, ১২/০৩/২০২৩ : কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছিল এবার উত্তর-পূর্বে নজর দেওয়া হবে অর্থাৎ এবার উন্নয়নের কাজ হবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে যে রাজ্যগুলি আছে তাদেরকে কেন্দ্র করে।  উন্নয়নের প্রথম সোপান হল যোগাযোগ ব্যবস্থা। আর তার পরেই হল পর্যটন। উত্তর পূর্ব ভারতের বেশির ভাগ অঞ্চলই প্রাকৃতিক শোভায় ভরপুর। এবার সেইসব অদেখা অল্পদেখা গন্তব্যে যাওয়ার সুব্যবস্থা করতে চলেছে সরকার। এবার আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমন করা যাবে উত্তর পূর্বের রাজ্যগুলিতে।


চলতি মাসের ২১ তারিখে দিল্লী থেকে একটি বিলাসবহুল ট্রেন ছাড়া হচ্ছে, যা ১৫ দিনের প্যাকেজে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা দর্শন করিয়ে দেবে। প্রাকৃতিক নিসর্গের মাঝে পাওয়া যাবে অচেনা গন্তব্য। ট্রেনটি দিল্লীর সফদরজং স্টেশন থেকে ছেড়ে উত্তর পূর্ব ভারতে পৌঁছাবে। কেন্দ্র সরকারের 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এবং 'দেখো আপনা দেশ' প্রকল্পের অন্তর্গত এই ট্রেনের নাম আপাতত রাখা হয়েছে 'ভারত গৌরব ডিল্যাক্স ট্যুরিস্ট ট্রেন'। দিল্লী ছাড়াও ট্রেনটিতে ওঠা যাবে আলিগড় , গাজিয়াবাদ, তুন্ডলা, লাখনৌ, কানপুর ও বারাণসী থেকে। 

ভারত গৌরব ট্রেনটি আসামের গৌহাটি, শিৱসাগৰ, জোরহাট, কাজিরাঙা যাবে। এছাড়াও ত্রিপুরার ঊনকোটি, নাগাল্যান্ডের কোহিমা, ডিমাপুর, মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি দর্শন করাবে। ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত বিলাস বহুল। ভিতরে রয়েছে দুটি ভিন্ন রকমের রেস্তোরা, কিউবিকল স্নানঘর ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা। ট্রেনের ভিতরে নিরাপত্তা ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত পরিমাণে। 


আগামী ২১ তারিখে মোট ১৫৬ জন পর্যটককে নিয়ে রওনা দেবে এই এসি ডিল্যাক্স ট্রেনটি। ট্রেনের ভাড়া ১,০৬,৯৯০ টাকা জনপ্রতি থেকে শুরু। এসি টু টাওয়ারের ভাড়া ১,৩১,৯৯০ টাকা জনপ্রতি, এসি ১ কেবিনের ভাড়া ১,৪৯,২৯০ টাকা জনপ্রতি। এর মধ্যে অবশ্য সাধারণ খাওয়া দাওয়া, পানীয় জল, সাইট সিয়িং ও হোটেলের ভাড়াও ধরা থাকছে। 



No comments:

Aaj Khabor. Powered by Blogger.