Ads Top

নিশি তাজ দর্শন করুন চার রাত্রি

নিশি তাজ দর্শন করুন চার রাত্রি


অন্য রুট , আগ্রা, উত্তর প্রদেশ, 07/10/2022 : এই বছর চাঁদনি রাতে তাজমহলকে দেখার জন্যে পরপর চারদিন ধরে অনুমতি দেওয়া হল। 

এই বছর শারদ পূর্ণিমা উপলক্ষ্যে পরপর চারদিন রাতের তাজমহল উপভোগ করা যাবে। আগামী 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রাতের তাজ্মহলকে দর্শন করতে পারবেন পর্যটকেরা। 

যদিও গত বছর শারদ পূর্ণিমায় পাঁচ দিন খোলা ছিল তাজ মহল, যেহেতু প্রতি শুক্রবার তাজমহল বন্ধ থাকে, তাই আজ বন্ধ থাকলেও আগামীকাল থেকেই রাতের তাজমহল দর্শন করা যাবে। 

শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমায় চাঁদের আলোয় সব থেকে ভালভাবে দেখা জায় নিশি তাজ্কে। চাঁদের জ্যোত্স্নায় মর্মর তাজ যেন রুপালি আলোর বিচ্ছুরণ ঘটায়। 

রাতের তাজের মোহময় রূপ দর্শন করতে ভীড় জমান পর্যটকেরা। তাই ভীড় এড়াতে আগের দিন টিকিট সংগ্রহ করতে পারলে ভাল হয়। মোট আট শিফটে 400 জন পর্যটককে টিকিট দেওয়া হবে বলে জানা গিয়েছে তাজমহল সূত্রে।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.