Ads Top

চেন্নাইয়ের নেপিয়ার সেতু, ঠিক যেন দাবা বোর্ড

চেন্নাইয়ের নেপিয়ার সেতু, ঠিক যেন দাবা বোর্ড


অন্য রুট, ২০/০৭/২০২২ : তামিলনাড়ুর চেন্নাইয়ে নেপিয়ার ব্রীজকে এমন আকর্ষণীয়ভাবে রাঙানো হয়েছে, যাকে দেখলে মনে হবে একটা দাবা বোর্ড। সাদা কালোয় ছক কাটা নেপিয়ার সেতুটিকে দেখলে প্রশংসা করতেই হবে। 

এই বছর দাবা অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে তামিলনাড়ুর মহাবলিপুরমে। রাজ্যের রাজধানী চেন্নাইকেও দেশের দাবা রাজধানী বলা হয়।  সেই কারণেই চেন্নাইয়ের নেপিয়ার সেতুও সেজে উঠেছে দাবা বোর্ডের আদলে। সেতুর গায়ে, গার্ড ওয়ালে এবং রাস্তাতেও সাদা কালো ছকে যেন দাবার বোর্ড বসানো হয়েছে। নেপিয়ার সেতুকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই, আর এই ধরনের পেন্টিংকে চিত্রকলার পর্যায়ে ভূষিত করছেন।


তামিলনাড়ুর পরিবেশ ও বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু নেপিয়ার সেতুর একটি সংক্ষিপ্ত ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সুপ্রিয়াদেবী টুইট করে লিখেছেন, "৪৪তম দাবা অলিম্পিয়াড ২০২২ আয়োজন করার জন্যে তামিলনাড়ু সরকার একেবারে প্রস্তুত রয়েছে। তার আগে নেপিয়ার সেতুকে সাজিয়ে তোলা হল দাবা বোর্ডের  আদলে।"




No comments:

Aaj Khabor. Powered by Blogger.