Ads Top

বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হবে লাদাখে

বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হবে লাদাখে


অন্য রুট, ২০/০৭/২০২২ :  অদূর ভবিষ্যতেই লাদাখে মসৃন পিচ রাস্তা দেখতে পাওয়া যাবে যা কিনা তৈরি হতে চলেছে বর্জ্য প্লাস্টিক দিয়ে। অভিনব এই উদ্যোগ নিয়েছে লাদাখ প্রশাসন।

বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তবর্তী লাদাখ।  এই ব্যাপারে লাদাখ প্রশাসনের বক্তব্য হল প্লাস্টিক মেশানো রাস্তা টিঁকবে অনেক বেশি। রাস্তা হবে একবারে মসৃন। ফেলে দেওয়া প্লাস্টিক রাস্তা নির্মাণেরকাজে লেগে যাওয়ায় তা থেকে আর দূষণের ভয় থাকবে না. হিমালয়ের এই অঞ্চলে যাতে পিচ রাস্তার কার্বন পরিবেশকে দূষিত না করে সেই উদ্দেশ্যেই এমন অভিব উদ্যোগ নিয়েছে লাদাখ প্রশাসন।




তবে লাদাখের ১০ শতাংশ রাস্তা তৈরি হবে প্লাস্টিক মিশিয়ে। এই ব্যাপারে সেন্ট্রাল রোড  রিসার্চ ইনস্টিটিউট স্থানীয় ইঞ্জিনিয়ারদেরকে প্রশিক্ষণ দিয়ে যথেষ্ট সহযোগিতা করছে। লাদাখ প্রশাসনও বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা বানানোর বিষয়ে আইনানুগ দিক থেকে যাবতীয় ছাড়পত্র দিয়েছে। আর কিছুদিনের অপেক্ষা, আর তার পরেই লাদাখ বেড়াতে গিয়ে চকচকে মসৃন প্লাস্টিক মিশ্রিত রাস্তা দেখতে পাবেন সাধারণ পর্যটকেরা।


 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.