Ads Top

দার্জিলিং, সিকিমে ফের তুষারপাত, খুশী পর্যটকেরা

দার্জিলিং, সিকিমে ফের তুষারপাত, খুশী পর্যটকেরা


অন্য রুট, ভ্রমণ সংবাদ, ঘুম, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 04/02/2022 : আজ দার্জিলিং ও সিকিমের বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাতের সাক্ষী থাকলেন বেড়াতে যাওয়া পর্যটকেরা। 

ফের বরফের চাদরে ঢাকল শৈল রানী দার্জিলিং। শুক্রবার দার্জিলিংয়ের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে বরফ পড়েছে। অন্যদিকে, সিকিমে তুষারপাত চলছেই। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়ছে। ওই এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি।


আজ নিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে ৭ বার তুষারপাত হল।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে তুষারপাত প্রায় দেড় দশকের রেকর্ড ভাঙল। ২০০৭ সালে শেষ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার ১৩ দিন তুষারপাত হয়েছিল। 

এবছর ইতিমধ্যে ১১ দিন তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। তবে নতুন করে তুষারপাত হলে ১৫ বছরের রেকর্ড ভেঙে দেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ ফের তুষারপাত দেখতে পেয়ে খুব খুশী দার্জিলিং ও সিকিমের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া পর্যটকেরা। তাঁরা খুব আনন্দ করেছেন এবং প্রচুর ছবি তুলেছেন।

রিপোর্ট : ভাস্কর চক্রবর্তী 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.