আজ থেকেই খুলে গেল অজন্তা-ইলোরা
অন্য রুট, (বাংলা), ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র, ভ্রমণ সংবাদ, ০২/০২/২০২২ : করোনা পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আসতেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অজন্তা ও ইলোরা গুহাগুলি ফের একবার উন্মুক্ত করে দেওয়া হল পর্যটকদের জন্যে।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি অবনতি হয়েছিল অনেকটাই, আর সেই কারণেই গত ৮ই জানুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল অজন্তা ও ইলোরা গুহাগুলি। প্রতিদিন এই দুই গুহায় রীতিমত পর্যটকের ঢল নামে। ব্যাপক ভীড় লেগে থাকে। গত ৮ই জানুয়ারি করোনা সংক্ৰমন বেড়ে যাওয়ায় এই দুই পর্যটনকেন্দ্র বন্ধ করে দিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু তিন সপ্তাহ বন্ধ রাখার পর আজ থেকেই পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল অজন্তা ও ইলোরা।
আজ থেকেই অজন্তা ও ইলোরা গুহায় ভ্রমন করতে পারবেন সাধারণ মানুষ। তবে গত তিন সপ্তাহ ধরে ঔরঙ্গাবাদ বেড়াতে গিয়েও এই দুই বিখ্যাত ভ্রমণকেন্দ্র থেকে হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছিল পর্যটকদের। আজ থেকে সেগুলি খুলে যাওয়ায় খুশি পর্যটকেরা। তবে এই মুহূর্তে কাগজের টিকিট দেওয়া হচ্ছে না। অনলাইনেই টিকিট কাটতে হবে পর্যটকদের। আর তাঁরাই একমাত্র টিকিট কাটতে পারবেন, যাঁদের করোনার প্রতিষেধক হিসেবে দুটি ডোজই নেওয়া রয়েছে। বাকিরা প্রবেশ করতে পারবেন না অজন্তা বা ইলোরার ভিতরে।
ঔরঙ্গাবাদের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিও আজ খুলে দেওয়া হয়েছে। এই শহরেই রয়েছে দৌলতাবাদ (দেবগিরি) ফোর্ট। রয়েছে ঔরঙ্গাবাদ গুহা এবং বিবি কা মকবরা। পর্যটকদের জন্যে এই জায়গাগুলিও আজ থেকে খুলে দিয়েছে মহারাষ্ট্র সরকার। যদিও এই জায়গাগুলিতে করোনার সমস্ত স্বাথ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
No comments:
Post a Comment