Ads Top

আন্দামান বেড়াতে গেলে করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে

আন্দামান বেড়াতে গেলে করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে


অন্যরুট, ভ্রমণ সংবাদ, 06/01/2022 : ভরা মরসুমেও বিমানে আগত আন্দামান পর্যটকদের স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি শুরু করল আন্দামান সরকার। 

আন্দামানে করোনা সংক্রমণ এবং ওমিক্রন সংক্রমণ যাতে বেড়ে না যায় তার জন্যে কড়াকড়ি শুরু করেছে আন্দামান ও নিকোবর সরকার। 

ডিসেম্বর-জানুয়ারি মাসেই আন্দামানে পর্যটকদের ঢল নামে। দেশ এবং বিদেশ থেকেও প্রচুর পর্যটক আন্দামানে বেড়াতে যান। তাই এই মরসুমেই সতর্কতা অবলম্বন করতে চাইছে আন্দামান প্রশাসন। 


আন্দামান ও নিকোবর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা আকাশপথে আন্দামানে আসবেন তাঁদের প্রত্যেককেই (2 বছরের উর্দ্ধে) বিমানে ওঠার 48 ঘন্টা আগে প্রাপ্ত আরটিপিসিআর টেষ্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তা তিনি করোনার আংশিক বা  ডাবল ডোজ প্রতিষেধকই নিয়ে থাকুন না কেন । স্বাস্থ্য বিধি না মানলে আন্দামান প্রশাসন কঠোরভাবে তা মোকাবিলা করবে। 


এদিকে করোনা সংক্রমণ রুখতে হংকং ভারত এবং পাকিস্তান সহ আরও কিছু আন্তর্জাতিক বিমান যাত্রাকে নিষিদ্ধ ঘোষনা করেছে। অর্থাৎ ভারত থেকে এই মুহুর্তে কোনো যাত্রী সরাসরি হংকং পৌঁছাতে পারবেন না আকাশপথে।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.