Ads Top

ভারতের 6 বিমানবন্দরে বিপজ্জনক হিসেবে চিহ্নিত দেশ থেকে আসলেই আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক

ভারতের 6 বিমানবন্দরে বিপজ্জনক হিসেবে চিহ্নিত দেশ থেকে আসলেই আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক


অন্য রুট, ভ্রমণ সংবাদ, 20/12/2021 : আমাদের দেশের 6টি বিমানবন্দরে আজ থেকে বিপজ্জনক (করোনা / ওমিক্রন) হিসেবে চিহ্নিত দেশগুলি থেকে আসা যাত্রীরা আগে থেকেই আরটিপিসিআর টেস্ট বুক করিয়ে রাখতে পারবেন। 

ভারতে ক্রমেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লীতেই এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েণ্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আগামী বছরের প্রথম দিকেই ভারতে হয়ত করোনার তৃতীয় ঢেউ হানা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ ক্ষেত্রে ভারতের 6টি বিমানবন্দরে করোনা সংক্রমণের দিক থেকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত দেশগুলি থেকে যদি কেউ আসেন তাহলে ঐ বিমানবন্দরগুলিতেই আগাম আরটিপিসিআর টেস্ট এর জন্যে সিডিউল বুক করে রাখতে পারবেন। 

বলা হয়েছে ভারতে আসার 14 দিন আগেও যে সব ব্যক্তি ঐ সব বিপজ্জনক চিহ্নিত দেশগুলিতে গিয়েছেন বা ভ্রমণ করেছেন তাঁদের এই ছয় বিমানবন্দরে এসে আরটিপিসিআর টেস্ট অবশ্যই দিতে হবে। এই টেস্ট দেওয়া যাবে 'এয়ার সুবিধা' এপ্লিকেশনের মাধ্যমে বুক করে। 

ভারতের যে ছয় বিমানবন্দরে বিশেষ সতর্কতা হিসেবে এই ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিমানবন্দর গুলি হল দিল্লী, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরু।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.