তুষারপাতে বন্ধ রাস্তা, বন্ধ ভ্রমণ
অন্য রুট, ভ্রমণ সংবাদ, 06/11/2021 : এই বছরের মত বন্ধ হয়ে গেল লেহ-মানালি রুট। ব্যাপক তুষারপাতের কারণে লেহ থেকে মানালি যাওয়ার রাস্তা চলতি মাসের 2 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আগামী কয়েক মাস এই রাস্তা দিয়ে সিভিলিয়ানদের গাড়ি চলতে পারবে না।
লেহ থেকে মানালির রাস্তাটি যেমন বন্ধ করা হয়েছে ঠিক তেমনই একই কারণে বন্ধ রাখা হয়েছে দরচা থেকে পদুম যাওয়ার রাস্তাটিও। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে গ্রাম্ফু থেকে কাজা যাওয়ার হাইওয়ে রাস্তাটিকেও। গ্রাম্ফু থেকেই অটল টানেল বা রোটাং পাস হয়ে মানালির দিকে আসা যায়।
এই বিস্তীর্ন অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। যার ফলে এই অঞ্চলগুলিতে সিভিলিয়ানদের গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এরপর ফের আবার ঐ রাস্তাগুলি খুলে দেওয়া হতে পারে আগামী বছর (2022) মার্চ-এপ্রিল মাস নাগাদ।
ঐ অঞ্চলের পুলিশ জানিয়েছে, স্থানীয় মানুষজন ঐ রুটগুলির কিছু অংশে যাতায়াত করার জন্যে চাপ দিচ্ছে, কিন্তু বর্ফ পড়ে ঐ অঞ্চলের যা অবস্থা হয়েছে তাতে ঐ রুটগুলি ব্যবহার করা বেশ বিপজ্জনক হতে পারে। কোনো পর্যটক যদি ঐ অঞ্চলে গিয়ে নিয়ম ভেঙ্গে ঐ রাস্তায় যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হতে পারে। এই সময়ে কেউ কেউ লাহুল পর্যন্ত যায় বর্ফ দেখতে, কিন্তু ঐ অঞ্চলের সার্বিক পরিস্থিতি ও খারাপ আবহাওয়ার বিষয়টা পর্যটকদের বোঝা উচিত।
No comments:
Post a Comment