নাম বদলে যেতে পারে করবেট ন্যাশানাল পার্কের
অন্য রুট (বাংলা), ভ্রমণ সংবাদ, দেরাদুন, উত্তরাখণ্ড, 06/10/2021 : উত্তরাখন্ডের বিখ্যাত জিম করবেট ন্যাশানাল পার্কের নাম এবার সম্ভবত বদলাতে চলেছে।
উত্তরাখন্ড রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এই জিম করবেট অভয়ারণ্য।
তরাই হিমালয়ের বিশাল এলাকা নিয়ে রয়েছে এই অভয়ারণ্য। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন। রয়েছে জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারির সুব্যবস্থা। প্রখ্যাত শিকারি জিম করবেটের নামানুসারে এই অরণ্যের নামকরণ করা হয়েছিল।
জিম করবেট ন্যাশানাল পার্কের তরফে জানা গিয়েছে চলতি মাসের 3 তারিখে এই অরণ্যে সফর করতে এসেছিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনিই প্রথম করবেট অভয়ারণ্য কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে জিম করবেট ন্যাশানাল পার্কের নাম বদলে নতুন নাম রাখা হতে পারে। নতুন নাম হবে রামগঙ্গা ন্যাশানাল পার্ক।
কেন্দ্রীয় মন্ত্রী এই নতুন নামকরণের বিষয়ে সরকারীভাবে কিছু না জানালেও করবেট ন্যাশানাল পার্কের নাম বদলে যে রামগঙ্গা ন্যাশানাল পার্ক রাখা হতে চলেছে, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন এবং অভয়ারণ্যের ভিজিটার্স বুকে এই অভয়ারণ্যের নাম হিসেবে রামগঙ্গা ন্যাশানাল পার্ক হিসেবেই লেখেন। অভয়ারণ্যের মিউজিয়ামে সেই ভিজিটার্স বুক রাখা হয়েছে।
No comments:
Post a Comment