Ads Top

চাঁদনি রাতে তাজমহল দর্শন পর্যটকদের

চাঁদনি রাতে তাজমহল দর্শন পর্যটকদের


অন্য রুট, ভ্রমণ সংবাদ, 21/10/2021 : রাতের চাঁদনি আলোয় তাজমহলের মায়াবি রূপ সৌন্দর্য্য ভালভাবে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করলেন প্রচুর পর্যটক। 

চাঁদনি রাতে মর্মরে গড়ে ওঠা তাজমহলের রূপ সৌন্দর্য অসামান্য। শারদ পূর্ণিমা উপলক্ষ্যে ফের রাতের বেলায় তাজমহল দর্শন করার অনুমতি দেওয়া হচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া করতে চান নি অনেকেই। তাই তাজমহলের টিকিট ঘরের সামনে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও কোনো অসুবিধা হয় নি কারোর। 

গতকাল রাত্রি সাড়ে 11টা পর্যন্ত খোলা ছিল তাজমহল। এদিকে কোজাগরীর চাঁদ যেন তার রুপোলি জ্যোত্স্না ঢেলে দিয়েছিল ধরিত্রীতে। আর সেই জন্যেই মর্মরে গঠিত তাজমহলও যেন রুপোলি সাজে সে উঠেছিল। তার গা থেকে যেন আভা বের হচ্ছিল। এই অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাবে আজও। 

তাজের সৌন্দর্য দেখে আপ্লুত হয়েছেন প্রচুর পর্যটক। তবে গতকাল রাতের স্লটে সর্বোচ্য 250টি টিকিট দেওয়া হয়েছিল। কন টিকিট আর অবশিষ্ট ছিল না। দর্শকদের উৎসাহ দেখে খুশি তাজ কর্তৃপক্ষও।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.