Ads Top

প্রবল বর্ষণে নাজেহাল উত্তরাখন্ড, আটকে বহু পর্যটক

প্রবল বর্ষণে নাজেহাল উত্তরাখন্ড, আটকে বহু পর্যটক


অন্য রুট, ভ্রমণ সংবাদ, 21/10/2021 : প্রবল বর্ষণে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখন্ড রাজ্যে। ঐ রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন বহু পর্যটক। পশ্চিমবঙ্গের বহু পর্যটকও উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন।


অতিবৃষ্টিতে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে চামোলি জেলায়। চামোলির জেলাশাসক এই মুহুর্তে বদ্রীনাথ যাত্রাও স্থগিত রেখেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের যোশীমঠ এবং পাণ্ডুকেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরাখন্ডে ট্রেকিং ও ক্যাম্পিং সহ সব রকম অভিযানমূলক ভ্রমণ বন্ধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে নন্দাদেবী বায়োস্ফিয়ার এবং গোপেশ্বর জায়গাটিকেও।


চামোলি জেলার পাশাপাশি উত্তরাখন্ডের আরও 11টি জেলায় সতর্কতা অবলম্বন করা হয়েছে। হরিদ্বার, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর, উত্তরকাশী, পিথোরাগড়, উধম সিং নগর, আলমোড়া, নৈনিতাল, চম্পাবত, পাউরি, তেহরি ও দেরাদুন জেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। 


উত্তরাখন্ডের নদীগুলি রীতিমত ফুঁসছে। নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। উত্তরাখন্ডের পাহাড়ে বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। যার ফলে বহু রাস্তা বন্ধ রয়েছে। বিভিন্ন জেলাগুলি থেকে বেশ কিছু বাড়ি ভেঙ্গে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের হতাহতের খবরও মিলেছে। 


ধ্বসের কারণে বন্ধ থাকায় উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে সমতলে নামিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। গোটা বিষয়টির ওপর নজর রেখেছে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর। উদ্ধার কাজের জন্যে এনডিআরএফকেও নামানো হয়েছে। এদিকে উত্তরাখন্ড রাজ্যেই উচ্চ হিমালয় অঞ্চলে শুরু হয়েছে তুষারপাত।



No comments:

Aaj Khabor. Powered by Blogger.