Ads Top

কেদার-বদ্রী ভ্রমণ স্থগিত রাখা হল

কেদার-বদ্রী ভ্রমণ স্থগিত রাখা হল


অন্য রুট, ভ্রমণ সংবাদ, 19/10/2021 : ফের একবার স্থগিত করে দেওয়া হল কেদার-বদ্রী দর্শন। তবে এবার আর কোভিড পরিস্থিতির জন্যে নয়, আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে।

বেশ কিছুদিন ধরেই ব্যাপক বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখন্ডের পাহাড়ে। বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে পাহাড়ে। খরশ্রোতা নদীগুলি যেন ফুঁসতে শুরু করেছে । তাই অতীত থেকে শিক্ষা নিয়ে আপাতত কেদার-বদ্রী ভ্রমণ স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে উত্তরাখন্ড সরকার সুত্রে। 


উত্তরাখন্ডে আবহাওয়ার অবনতির ফলে পরিস্থিতি এতটাই জটিল যে পাউরি ও রুদ্রপ্রযাগ জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নির্দেশ দিয়েছেন বর্ষার প্রত্যেকটা খবর মুখ্যমন্ত্রীর দপ্তরে জরুরী ব্যাবস্থায় যাতে পৌঁছানো হয়। মুখ্যমন্ত্রীর দপ্তর পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।


এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, উত্তরাখন্ডে অতি বৃষ্টির কারণে মোট 3 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। গত রবিবার কেদারনাথ দর্শনের জন্যে মোট 6000 তীর্থযাত্রী রওনা হলেও মাত্র 2000 তীর্থযাত্রী কেদারনাথে পৌঁছাতে পেরেছিলেন। বাকি 4000 তীর্থযাত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 


যে সব তীর্থযাত্রীরা বদ্রীনাথ রওনা হয়েছিলেন, তাঁদেরকে এখনই বদ্রীনাথে যেতে নিষেধ করা হয়েছে। তাঁদেরকে বলা হয়েছে যোশীমঠ বা পান্ডুকেশ্বরে অন্তত দিন দুয়েক থেকে যেতে। গত শনিবার কেদারনাথে 20000 তীর্থযাত্রীর ভীড় হয়েছিল, যেটা এই মরসুমের সর্বোচ্য রেকর্ড। রবিবার 15000 তীর্থযাত্রী গৌরিকুন্ডে ফেরত এসেছিলেন।


গত রবিবার উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি ছিল সোম ও মঙ্গলবারের জন্যেও। আজও উত্তরাখন্ড জুড়ে চলছে প্রবল বর্ষণ। লাল সতর্কতা জারি রয়েছে দেরাদুন, বাগেশ্বর, উত্তর কাশী, রুদ্রপ্রয়াগ, পিথোরাগর, চামোলি, আলমোড়া, নৈনিতাল, চম্পাবত, তেহরি ও পাউরি গাড়োয়াল জেলা জুড়েই।



No comments:

Aaj Khabor. Powered by Blogger.