নন্দনকাননে থাকবে টয় ট্রেন, রোপওয়ে
অন্য রুট, ভ্রমণ সংবাদ, 12/10/2021 : এবার থেকে যাঁরা ওড়িশার নন্দনকাননে বেড়াতে যাবেন, তাঁরা চিড়িয়াখানার অভ্যন্তরে ব্যাটারি চালিত টয় ট্রেনে করে ঘুরে বেড়াতে পারবেন।
পুরী বা ভুবনেশ্বরে বেড়াতে গিয়ে বহু পর্যটক ভীড় করেন নন্দনকাননে। 1960 সালে 1080 একর জায়গা নিয়ে গড়ে ওঠা (সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল 1979 সালে।) এই নন্দনকানন জুলজিকাল পার্কে রয়েছে 3517 প্রজাতির পশুপাখি। রয়েছে বেশ কিছু রয়াল বেঙ্গল টাইগার। এখানে বন্যজন্তুদের প্রজননকেন্দ্রও রয়েছে। প্রতি বছর এখানে অসংখ্য পর্যটকের ভীড় হয়। আজ ওড়িশার বন ও পরিবেশ মন্ত্রী বিক্রম কেশর আরুখা নন্দনকাননে ব্যাটারি চালিত ইকো ফ্রেন্ডলি টয় ট্রেনের উদ্বোধন করলেন।
প্রায় 2 কিলোমিটার লম্বা পথে টয় ট্রেন ছুটবে ডিয়ার পার্ক, হাতিদের এলাকা এবং বাঘের খাঁচার পাশ দিয়ে। কাঞ্জিয়া লেকের ধার ঘেঁসে যাবে এই টয় ট্রেন। মোট 5টি কামরায় 72টি আসন থাকছে এই টয় ট্রেনে। থাকছে দুটি হুইল চেয়ারও। শিশুদের জন্যে টিকিট খরচ পড়বে 20 টাকা করে আর বড়দের জন্যে পড়বে 50 টাকা করে। প্রতিদিন 6টি করে ট্রেন যাত্রা করবে পর্যটকদের নিয়ে।
নন্দঙ্কাননের মুকুটে আরও একটি পালখ জুড়তে চলেছে। সেটি হল রোপওয়ে। আজকেই সেই রোপওয়ের শিলান্যাস করাও হয়ে গেল। অন্তর্বর্তী পিলার বিহীন ঐ রোপওয়েতে মোট 12টি কেবিন থাকবে। অনেকটা উঁচু থেকে নন্দনকাননকে উপভোগ করতে পারবেন পর্যটকেরা। একটি লেকও অতিক্রম করবে ঐ রোপওয়ে।
সব মিলিয়ে আরও জমজমাট, আরও উপভোগ্য হতে চলেছে ওড়িশার নন্দনকানন জুলজিকাল পার্ক। এই পার্কে সাফারির ব্যাবস্থা তো আগেই ছিল। এবার টয় ট্রেন ও রোপ ওয়ে যুক্ত হতে চলেছে।
No comments:
Post a Comment