আজ থেকে আসামের সব অভয়ারণ্য খুলে গেল
অন্য রুট, ভ্রমণ সংবাদ, 01/10/2021 : করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকেই আসামের অভয়ারণ্যগুলি পর্যটকদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হল। আজ থেকেই অরণ্য প্রিয় পর্যটক আসামের অভয়ারণ্যগুলিতে স্বাস্থ্যবিধি মেনে বেড়াতে যেতে পারবেন।
প্রতি বছর আসামের কাজিরাঙ্গা অরণ্যে এক শৃঙ্গ গন্ডার দেখার জন্যে ভীড় করেন পর্যটকেরা। আজ থেকেই খুলে গেল আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্য । তবে বন দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কাজিরাঙ্গা অভয়ারণ্যে জীপ সাফারি চালু করা হলেও এলিফ্যান্ট রাইড এখনই চালু করা হয়েছে। বন দপ্তরের হাতিরা এখনও বিশ্রামেই থাকবে।
আসামের অন্যতম জনপ্রিয় ওরাং অভয়ারণ্য ইতিমধ্যেই খুলে গিয়েছে পর্যটকদের জন্যে। সেখানে ভ্রমণ প্রিয় মানুষের ভীড় বাড়তে শুরু করে দিয়েছে।
আসামের আর একটি অভয়ারণ্যেও বেশ ভীড় হয়, সেটি হল মানস অভয়ারণ্য। এই অরণ্যের গেটগুলি আজ থেকেই উন্মুক্ত করে দেওয়া হল পর্যটকদের জন্যে।
আসামের বন দপ্তর সুত্রে জানা গিয়েছে, এই রাজ্যের অরণ্যগুলি করোনার সমস্ত বিধি নিষেধ মেনে চলবে। তাই এই অরণ্যগুলিতে প্রবেশ করা পর্যটকদেরকেও করোনা প্রটোকল মেনে চলতে হবে।
No comments:
Post a Comment