17500 ফুট উচ্চতা থেকে অভিযাত্রীদের রুদ্ধশ্বাস উদ্ধার কাজ বায়ু সেনার
অন্য রুট, ভ্রমণ সংবাদ, দেরাদুন, উত্তরাখন্ড, 23/10/2021 : উত্তরাখন্ড জুড়েই লাগাতার খারাপ আবহাওয়া চলছে। এই রাজ্যের উচ্চতর হিমালয়ে তুষারপাত শুরু হয়ে গেলেও মধ্য হিমালয়ে চলছে অতি ভারী বৃষ্টি। যার জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অতি বৃষ্টির জেরে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। এই অবস্থায় রাজ্যে পর্যটন বিঘ্নিত হয়েছে পুরো মাত্রায়।
রাজ্য জুড়ে দুর্যোগ চলতে থাকায় উত্তরাখন্ড সরকার পাহাড়ে ট্রেকিং, মাউন্টেনিযারিং, ক্যাম্পিং সহ সব রকম অভিযান স্থগিত রাখার ঘোষনা করেছিল। কিন্তু আবহাওয়া খারাপ হাওয়ার আগেই যে সব অভিযান শুরু হয়েছিল, সেগুলি পড়েছে আমস্যায। আজ এরকমই একটা খবর এসে পৌঁছায় ভারতীয় বায়ু সেনা সুত্রে।
চলতি মাসের 18 তারিখে অভিযাত্রী, পোর্টার ও গাইড মিলে মোট 17 জনের একটি দল অভিযান শুরু করেছিল লিমখাগা পাসের উদ্দেশ্যে। 17000 ফুট উচ্চতায় ব্যাপক তুষারপাত হওয়ার কারণে এই দলটি দিক ভুল করে হারিয়ে যায়। এর মধ্যেই ফের তুষারপাত শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
20 তারিখে ভারতীয় বায়ু সেনার কাছে এসওএস এসে পৌঁছালে সেনা জওয়ানরা দুটি এএলএইচ হেলিকপ্টার নিয়ে হরসিলে উদ্ধারকাজে যান। ঐ তল্লাশি অভিযানে 3 জন এনডিআরএফ কর্মীও ছিলেন। ঐ হেলিকপ্টারগুলি সর্বোচ্য 19500 ফুট উঁচুতে উড়তে পারে। সেই উচ্চতা থেকে অনেক খোঁজাখুঁজির পরেও অভিযাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায় নি। এদিকে ফের আবহাওয়া খারাপ হতে শুরু করে। হাওয়ার গতিবেগ বেশ কিছুটা বেড়ে যায়। একরকম বাধ্য হয়েই বায়ু সেনাকে সেদিন ফিরে আসতে হয়েছিল।
পরের দিন প্রথম আলো ফুটতেই একটি এএলএইচ হেলিকপ্টার নিয়ে ফের জওয়ানরা অভিযাত্রীদের খুঁজতে বের হন। প্রথমেই দুটি উদ্ধারস্থল চিহ্নিত করা হয়। এরপর 15700 ফুট উচ্চতা থেকে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর হেলিকপ্টার উড়ে যায় পরবর্তী সম্ভাব্য গন্তব্যে। সেখানে 16800 ফুট উচ্চতায় আরও একজনকে উদ্ধার করা হয়। তিনি চলার শক্তি হারিয়েছিলেন।
22 তারিখ ভোরের আলো ফুটতেই ফের তল্লাশি অভিযান শুরু করেন বায়ু সেনার জওয়ানরা। এদিন প্রথমে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় এবং 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন জওয়ানরা। এই উদ্ধারকাজ করতে অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় চার বার উড়ে যেতে হয়েছে হেলিকপ্টারটিকে।
উদ্ধার হওয়া জীবিত অভিযাত্রীদের হরসিলেই প্রাথমিক চিকিৎসা করে পরে উত্তরকাশীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়ু সেনা ছাড়াও ডোগরা স্কাউট, 4 আসাম ও 2 আইটিবিপির জওয়ানরাও অভিযাত্রীদের খোঁজে প্রতিকূল পরিবেশের মধ্যেই সেখানে পায়ে হেঁটে পাহাড়ে চড়ে তল্লাশি চালিয়েছিলেন। তাঁরাও দুই অভিযাত্রীদের মৃতদেহ চিহ্নিত করেছেন। এখনও পর্যন্ত নিখোঁজ অভিযাত্রীদের খোঁজে আজও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বায়ু সেনা।
No comments:
Post a Comment