Ads Top

রাজাজী ও করবেট অরণ্য বছরভর খোলা থাকছে


রাজাজী ও করবেট অরণ্য বছরভর খোলা থাকছে

অন্য রুট - 09/09/2021 :
উত্তরাখন্ডের রাজাজী ন্যাশানাল পার্ক অরণ্য এবার বছরভর খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সেই সঙ্গে করবেট ন্যাশানাল পার্কের কিছু অংশও খুলে রাখা হবে গোটা বছর।

অন্যান্য বছরের মত এ বছরেও খোলা রয়েছে উত্তরাখন্ডের রাজাজী ন্যাশানাল পার্ক। বাঘ সহ অন্যান্য পশুদের দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক সাফারি করতে আসেন এই সুন্দর অভয়ারণ্যে। কিন্তু বছরের নির্দিষ্ট সময়ের বাইরে এই অরণ্যে প্রবেশাধিকার দেওয়া হয় না। কিন্তু অতিমারীর কারণে এই অঞ্চলে সাফারি ট্যুর অর্গানাইজারদের ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। তাই বন্ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এই অরণ্যের সত্যনারায়ণ মন্দির থেকে কাসরো পর্যন্ত বিস্তীর্ন এলাকা পর্যটকদের জন্যে খোলা থাকবে। অরণ্যে সাফারিও করা যাবে।


ঠিক এভাবেই এ বছর উত্তরাখন্ডের বিখ্যাত করবেট ন্যাশানাল পার্ক অরণ্যের কিছুটা জায়গা খোলা থাকবে পর্যটকদের জন্যে। করবেট ন্যাশানাল পার্কের বিজরাণী, গর্জিয়া, ধারা-ঝির্না, পাখরোন ও ঢেলা জায়গাগুলি পর্যটকদের বেড়ানোর জন্যে সারা বছর খোলা থাকবে। এই জায়গাগুলোতে সাফারিও করা যাবে।




No comments:

Aaj Khabor. Powered by Blogger.