ভারতের দুই সমুদ্র সৈকত পেল ব্লু ফ্ল্যাগের শিরোপা
![]() |
কোভালাম সমুদ্র সৈকত, কেরালা |
দুই সমুদ্র সৈকতেরই অবস্থান দক্ষিণ ভারতে। একটি পুদুচেরির ইডেন সৈকত এবং অপরটি কেরালার কোভালাম সমুদ্র সৈকত।
ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন এই সার্টিফিকেট প্রদান করে পর্যটনের মানচিত্রে ইকো ট্যুরিজম গন্তব্য হওয়ার নিরিখে। ইডেন এবং কোভালাম এই দুই সমুদ্র সৈকতই ভারতবর্ষের যথেষ্ট জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু এই দুই সৈকতের পরিবেশ খুব পরিস্কার এবং স্বচ্ছ। আর সেই কারনেই এই দুই সমুদ্র সৈকত্কে ব্লু ফ্যাগশিপ দেওয়া হল।
![]() |
ইডেন সমুদ্র সৈকত, পুদুচেরি |
বিশ্ব পর্যটন মানচিত্রে এবার ব্লু ফ্ল্যাগ পাওয়া সমুদ্র সৈকত্গুলিতে হয়ত আন্তর্জাতিক পর্যটকও আরও বেশি করে আসতে চাইবেন। আন্তর্জাতিক পর্যটন সেই রাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলে বৈকি !!
ব্লু ফ্ল্যাগশিপের তালিকায় ওয়েটিং লিসটে অবশ্য আরও কিছু সমুদ্র সৈকতের নামও রয়েছে। সেগুলি হল গুজরাটের শিবরাজপুর, দিউ এর ঘোঘলা, কর্নাটকের কাসারকোর ও পদুবিদরি, কেরালার কাপ্পাড, অন্ধ্রপ্রদেশের ঋষিকোন্ডা, ওড়িশার গোল্ডেন বিচ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর বিচ।
No comments:
Post a Comment