কালকা-সিমলা টয় ট্রেন বেলাইন, যাত্রীরা নিরাপদ
অন্য রুট, ভ্রমণ সংবাদ, 23/09/2021 : কালকা থেকে সিমলা যাওয়ার পথে আজ বেলাইন হয়ে গেল টয় ট্রেন। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
রেল ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে আজ সকাল 7টা 45 মিনিট নাগাদ কালকা থেকে সিমলা যাওয়ার পথে বারোগ স্টেশনের কাছে একটি টয় ট্রেন বেলাইন হয়ে রেল লাইন ছেড়ে নেমে যায়। বেশ কিছুটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায় ।
গতকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার দারুন বারোগ স্টেশনের কাছে মাটি ধ্বসে গিয়েছিল। পাহাড়ের ঐ জায়গায় ধ্বসও নেমেছিল। ট্রেন লাইনের ওপরেই পড়ে ছিল বেশ কিছু পাথর। আর সেই কারনেই টয় ট্রেন বেলাইন হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কালকা সিমলা রেল পথের চিফ কমার্শিয়াল অফিসার অমর সিং ঠাকুর জানিয়েছেন, "প্রচুর বৃষ্টি এবং ধ্বস নামার ফলে ট্রেন লাইনের নিচের পাথর সরে গিয়েছিল, আর তা থেকেই আজ সকালে টয় ট্রেনের চাকা বেলাইন হয়ে যায়। ঐ ট্রেনে যাত্রী ছিলেন মোট 9 জন। তাঁরা প্রত্যেকেই নিরাপদ আছেন। ঘটনাস্থল থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে তাঁদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।"
No comments:
Post a Comment