আজ শেষ হল জাঁসখর উত্সব
অন্য রুট, 16/09/2021 : আজ কার্গিলের দুইদিন ব্যাপী জাঁসখর উত্সব শেষ হল। দেশের 75 তম স্বাধীনতার বর্ষে পালিত এই জাঁসখর উত্সব এই বছর ষষ্ঠ বছরে পড়ল। এই বছর এই উত্সব নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল এলাকার মানুষের মধ্যে।
কার্গিলের এই জাঁসখর উত্সবে জাঁসখর উপত্যাকার অসামান্য সৌন্দর্যের বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। যে অপার্থিব সৌন্দর্য চাক্ষুষ করতে কার্গিলে ছুটে যান অসংখ্য পর্যটক। লেহ শহর থেকে 105 কিলোমিটার দুরে লাদাখের এই জাঁসখর উপত্যাকা যেন অদ্ভুত রহস্যে ভরা। এই উপত্যাকার অনেক কিছুই যেন অনাবিস্কৃত থেকে গিয়েছে ভ্রমণ প্রিয় মানুষের কাছে। তাই তো বার বার ছুটে আসতে হয় এই জাঁসখর উপত্যাকায়।
দুই দিন ব্যাপী জাঁসখর উত্সবে স্থানীয় মানুষজন মেতে উঠেছিলেন লোক সঙ্গীত এবং লোকনৃত্যে। পাশাপাশি চলেছে অন্যান্য গান বাজনা, তীরন্দাজি, ট্র্যাডিশনাল হর্স রাইডিং এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শেষ পর্বে এলাকার জোংলা, জঙ্কুল ও স্ট্রংডে মনাষ্ট্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজই এই অনুষ্ঠানে ইতি টানা হয়েছে।
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
অন্য রুট - বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 7980441040 নম্বরে
অন্য রুট ফেসবুক গ্রুপে মেম্বার হতে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://www.facebook.com/groups/384143269129428/?ref=share
No comments:
Post a Comment