Ads Top

চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্যাসেঞ্জার রেল পরিষেবা

চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্যাসেঞ্জার রেল পরিষেবা



অন্য রুট, 13/09/2021 : খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। এই পরিষেবা চালু করা হাবে ভারতের দিকে হলদিবাড়ি থেকে বাংলাদেশের দিকে চিলাহাটি পর্যন্ত।


আপাতত উত্তরবঙ্গ দিয়েই ভারত-বাংলাদেশ প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই পরিষেবায় দুই দেশের মানুষই উপকৃত হবেন। 


হলদিবাড়ি শহরটি কোচবিহার জেলায় অবস্থিত। এই শহর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র সাড়ে 4 কিলোমিটার দুরে অবস্থিত। বাংলাদেশের রংপুর জেলার চিলাহাটি থেকে হলদিবাড়ি শহরের দুরত্ব  12 কিলোমিটার। ভারতে হলদিবাড়ি থেকে সবচেয়ে কাছের শহরটি হল জলপাইগুড়ি।


পশ্চিমবঙ্গের এই অঞ্চল দিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হলে দুই দেশেই পর্যটনের প্রসার যেমন ঘটবে তেমনই বাড়বে ব্যবসা বানিজ্য। বাড়বে পারস্পরিক নির্ভরশীলতা, সম্প্রীতি ও আদানপ্রদান।



No comments:

Aaj Khabor. Powered by Blogger.