বিশ্বের সেরা পর্যটন গন্তব্য মেঘালয়ের হুইসলিং ভিলেজ কোংথং
অন্য রুট - 09/09/2021 : ভারতীয় পর্যটনে নতুন পালখ জুড়ল। ওয়ার্ল্ড ট্যুরিজমের নিরিখে ভারতের মেঘালয়ের কোংথং গ্রামটিকে সেরা পর্যটন গন্তব্যের শিরোপায় ভূষিত করা হল।
মেঘালয়ের পাহাড়ি গ্রাম কোংথং। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে ভরপুর। সবুজ বনানীতে ছাওয়া পাহাড়ের সতেজ স্নিগ্ধতায় মাখা প্রত্যন্ত একটি গ্রাম কোংথং। এখানে বেড়াতে যান অনেকেই। এখানে স্থানীয় পাহাড়ি উপজাতিদের বসবাস।
কোংথং গ্রামের আরও একটি পরিচয় আছে । এই গ্রামের আর এক নাম হল হুইসলিং ভিলেজ। কেননা, এই গ্রামের মানুষ অনেকটা দুর থেকে একে অপরের সাথে কথাবার্তা বলেন স্রেফ শিস দিয়ে। মা ছেলেকে ডাকেন শিস দিয়ে। ব্যাপারটা এতটাই অদ্ভুত, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই গ্রামটিই এখন বিশ্বের সেরা পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এবার ভারতের তিনটি গ্রামকে পর্যটন গন্তব্য হিসেবে বেছে নিয়েছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO)। তার মধ্যে মেঘালয়ের এই হুইসলিং ভিলেজ বা কোংথং প্রথম। এছাড়াও রয়েছে তেলেঙ্গানার পচামপল্লী এবং মধ্য প্রদেশের লাধ্পুরা খাস।
বিশ্বের সেরা পর্যটন গন্তব্য হিসেবে কোংথং জায়গা করে নেওয়ায় স্বভাবতই খুশি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কে সাংমা। খুশি মেঘালয়ের সাধারন মানুষও। শিলং ও চেরাপুঞ্জি দেখতে পর্যটকদের ভীড় লেগেই থাকে বছরভর। এবার কোংথংএর গায়েও লাগবে পর্যটনের পরশ।
No comments:
Post a Comment