Ads Top

হিমাচলে বেড়াতে গেলে সঙ্গে রাখুন করোনা প্রতিষেধক গ্রহণের সার্টিফিকেট

হিমাচলে বেড়াতে গেলে সঙ্গে রাখুন করোনা প্রতিষেধক গ্রহণের সার্টিফিকেট


অন্য রূট , ভ্রমণ সংবাদ, 15/08/2021 : দীর্ঘদিন ধরে পর্যটকদের জন্যে তাদের সীমান্ত বন্ধ করে রাখলেও করোনা আবহে শর্ত সাপেক্ষে খুলে গিয়েছে হিমাচল প্রদেশে পর্যটন।

করোনা ভাইরাসের নানান ধাক্কা হিমাচল প্রদেশ সহ্য করেছে দেশের আর পাঁচটা রাজ্যের মতই। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিমাচল প্রদেশ। তাই পর্যটকদের মধ্যে যেমন প্রতি বছর হিমাচল পর্যটনের বিপুল চাহিদা থাকে তেমন পর্যটন ক্ষেত্র নিয়ে যাঁরা কাজ করেন বা ব্যবসা করেন তাঁদের তরফ থেকেও একটা চাপ থাকে হিমাচল প্রদেশ সরকারের ওপরে।



এবছরেও সেই চাপ অনুভব করেছে হিমাচল প্রদেশ সরকার। তাই দেশে করোনার সংক্রমণ একটু কমতেই খুলে গিয়েছে হিমাচল পর্যটন। কিন্তু করোনার ডেল্টা স্ট্রেন এবং তৃতীয় ঢেউ রীতিমত চিন্তায় ফেলেছে সরকারকে। তাই হিমাচল প্রদেশ সরকার সম্প্রতি পর্যটকদের ওপর কিছুটা বিধি নিষেধ জারি করেছে। 

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হিমাচল প্রদেশে বেড়াতে গেলে করোনা টেস্টএর নেগেটিভ সার্টিফিকেট লাগবে আর সেই সার্টিফিকেট 72 ঘণ্টার বেশি পুরোন হলে চলবে না। অবশ্য, Rapid Antigen test এর ক্ষেত্রে 24 ঘন্টা পুরোন সার্টিফিকেট হলেই চলবে। 

করোনার কারণে দেশের বিভিন্ন রাজ্যে পর্যটন বন্ধ ছিল। জার জন্যে দেশের সামগ্রিক পর্যটন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাচল প্রদেশেও পর্যটন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আর বেড়াতে জাওয়া আটকাতে চাইছে না হিমাচল সরকার। 

তবে কেন্দ্র সরকারের অনুরোধ মেনে যারা ইতিমধ্যেই প্রতিষেধক সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে ছাড় দিতে চলেছে হিমাচল সরকার। আর নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক এক দিন আগে যাঁরা হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছেন তাঁদের জন্যে প্রযোজনীয় সব রকম সতর্কতামূলক ব্যাবস্থা নিয়ে রাখতে চাইছে হিমাচল প্রদেশ সরকার।

No comments:

Aaj Khabor. Powered by Blogger.