Ads Top

ফেব্রুয়ারি জুড়ে ২০টি উৎসব মহারাষ্ট্রে

ফেব্রুয়ারি জুড়ে ২০টি উৎসব মহারাষ্ট্রে


অন্যরুট (বাংলা), মহারাষ্ট্র, ০৯/০২/২০২১ : যদি চলতি মাসেই আপনি মহারাষ্ট্রে ভ্রমন করার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিন ফেব্রুয়ারি মাসেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে ২০টি উৎসবের আয়োজন করা হয়. অর্থাৎ ফেব্রুয়ারি মাস্ট মহারাষ্ট্রের মানুষের কাছে উৎসবের মাস. যদি আপনি এর মধ্যেই মহারাষ্ট্রে বেড়ানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে বেড়ানোর পাশাপাশি মহারাষ্ট্রের উৎসবগুলির সাক্ষী হয়ে থাকতে পারবেন। তাহলে এবার জেনে নেওয়া যাক মহারাষ্ট্রের কোথায় কোথায় কি কি উৎসব রয়েছে ফেব্রুয়ারি মাসে - 

 • নাসিক - আঙ্গুর চাষ নিয়ে একটি উৎসব হয়, আর সেইসঙ্গে নান্দুর মাধ্যমেশ্বর উৎসব পালিত হয়.
 • আহমেদনগর - ভান্ডারদারা  উৎসব 
 • ঢুলে  - লালিং দুর্গ উৎসব 
 • পুনে - জুন্নার আঙ্গুর উৎসব 
 • সাতারা  - ওয়াই ফেস্টিভ্যাল 
 • কোলাপুর - পানহালা ফেস্টিভ্যাল 
 • সিন্ধুদুর্গ - ভেঙ্গুরলা উৎসব 
 • রত্নগিরি - আনজারলে  ফেস্টিভ্যাল 
 • ওসমানাবাদ - টের ফেস্টিভ্যাল 
 • বীদ  - কপিলধারা উৎসব 
 • নানডেড  - হট্টয়াল ফেস্টিভ্যাল 
 • নাগপুর - সিন্ডকের রাজা উৎসব ও রামটেক ফেস্টিভ্যাল 
 • আকোলা  - নারনালা  ফোর্ট ফেস্টিভ্যাল 
 • ইয়াভাতমাল - টিপেশ্বর  ফরেস্ট ফেস্টিভ্যাল 
 • ওয়ার্ধা - বোর ড্যাম ওয়াইল্ডলাইফ ফেস্টিভ্যাল 
 • গোন্ডিয়া  - বোডালকাসা বার্ড ফেস্টিভ্যাল 
যেহেতু গত বছর করোনা সংক্ৰমন দেশের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে, তাই এই বছর সব কয়টি উৎসব অবশ্যই পালিত হবে, তবে ছোট আকারে। এই বছর মহারাষ্ট্র সরকার তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তবে মহারাষ্ট্রের প্রত্যেকটি জায়গার পর্যটন দপ্তরগুলিতে এই উৎসবগুলি পালন করা হবে বলে জানা গিয়েছে। 

No comments:

Aaj Khabor. Powered by Blogger.