Ads Top

শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্পিতি উপত্যাকার পর্যটন

শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্পিতি উপত্যাকার পর্যটন


অন্যরুট (বাংলা),  ভ্রমন সংবাদ, হিমাচল প্রদেশ, ০৪/০২/২০২১ : গতকাল রাত্রি থেকে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শর্তাসাপেক্ষে খুলতে চলেছে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যাকার পর্যটন। স্থানীয় হোটেল ব্যবসায়ী, গাড়ি চালকদের সংগঠন,  পঞ্চায়েত, মহিলা মণ্ডল সবাই মিলেই নিজেদের মধ্যে বৈঠক করে স্থির করেছে যে তারা চলতি মাসের ১৭ তারিখ থেকেই  চালু করে দেবে স্পিতি উপত্যকায়। কেননা গত বছরে করোনা আবহে দেশজুড়ে লক ডাউন চলতে থাকায় কল্পা, কাজা, কেলং, লাহুল-স্পিতি জুড়ে  ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল স্পিতি উপত্যকার পর্যটন ব্যবসায়ীদের। 


স্পিতি উপত্যকায় পর্যটন ব্যবসা চালু হয়ে যাচ্ছে, তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে যেগুলি পর্য্টকদেরকে মেনে চলতে হবে। যেমন, ১) গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন , এই মুহূর্তে কিব্বের  গ্রাম ও সেই সংলগ্ন অরণ্য অঞ্চলে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া যাবে না।  তাই কোনো পর্যটক কিব্বের  গ্রামে বা অরণ্যে প্রবেশ করতে পারবেন না।

২) যে ট্যুর অপারেটরদের সাথে পর্যটকরা পৌঁছাবেন, তাঁদেরকে এটা নিশ্চিত করতে হবে যে স্পিতি পৌঁছনোর ৭২ থেকে ৯৬ ঘণ্টা আগে সেই  পর্যটকেরা  কোনো বৈধ স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা পরীক্ষা  করিয়েছেন এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

৩) যাঁরা ট্যুর অপারেটর ছাড়াই স্পিতিতে প্রবেশ করবেন (এমনকি গাড়ি চালকও) তাঁদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে গিয়ে ৱ্যাপিড টেস্ট করাতে হবে।

৪) হোটেল ও হোম স্টেগুলিকেও নিশ্চিত হতে হবে যে তাদের অতিথিদের মধ্যে কেউ সংক্ৰমিত নয়, যদি কেউ সংক্ৰমিত হয়ে থাকেন,  সেক্ষেত্রে হোটেল বা হোম স্টে ছেড়ে বাইরে বের হতে পারবেন না সেই পর্যটক।

৫) প্রত্যেক পর্যটককে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব পালন করতে হবে অবশ্যই সরকারি নির্দেশ পালন করতে হবে এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে। 



No comments:

Aaj Khabor. Powered by Blogger.