ভীমবেটকার গুহা থেকে মিলল প্রাচীনতম প্রাণীর জীবাশ্ম
অন্যরুট (বাংলা), মাধ্যপ্রদেশ, ১৭/০২/২০২১ : মধ্যপ্রদেশে পাওয়া গেল বিশ্বের অন্যতম প্রাচীন প্রাণীর জীবাশ্ম। অতি প্রাচীন ওই প্রাণীরা আজ থেকে প্রায় ৫৭ কোটি বছর আগে পৃথিবীতে বসবাসশ্বাস করত বলে জানা গিয়েছে। এরা আসলে পতঙ্গ জাতীয় প্রাণী এবং এদের বৈজ্ঞানিক নাম হল ডিকিনসনিয়া। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভূপাল থেকে ৪০ কিলোমিটার দূরে ভীমবেটকার কাছে একটি গুহার ছাদের গা থেকে পাওয়া গিয়েছে ডিকিনসনিয়ার জীবাশ্ম। ভারতীয় ভূবিজ্ঞানীরাই এই জীবাশ্ম খুঁজে বের করেছে বলে রিপোর্টে বলা হয়েছে।
ডিকিনসনিয়ার যে জীবাশ্ম ভীমবেটকা থেকে উদ্ধার করা হয়েছে তার দৈর্ঘ্য ১৭ ইঞ্চির মত লম্বা হলেও বিশ্বের আর যে জায়গাগুলি থেকে এই প্রাণীর জীবাশ্ম উদ্ধার করা হয়েছিল, সেগুলির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট মত লম্বা ছিল। . আর কিছুদিন পরেই ৩৬তম আন্তর্জাতিক ভূবিজ্ঞান মহা সম্মেলন অনুষ্ঠিত চলেছে, তার আগেই ভীমবেটকার গুহা থেকে এহেন প্রাণীর জীবাশ্ম উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভীমবেটকা নিয়ে অনুসন্ধান চালানোর সময় ভাগ্যক্রমে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই ভূবিজ্ঞাণী এই প্রাচীন জীবাশ্মটি আবিস্কার করেন।
ওই দুই ভূবিজ্ঞানীরা ভীমবেটকা অঞ্চলে অনুসন্ধান চালাতে গিয়ে পাথরের সাথে মিশে থাকা ১১ ফুট লম্বা পাতার মত কিছু একটা দেখতে পান। যা পাথরের সাথে এমনভাবে মিশে ছিল, যা নজর এড়িয়ে যাওয়ারই কথা। কিন্তু অভিজ্ঞ চোখ সেই দৃশ্য এড়িয়ে যায় নি। অবশেষে উদ্ধার করা হয়েছে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া ডিকিনসনিয়ার জীবাশ্ম। যা প্রমাণ করে ভারতীয় ভূখণ্ডে একসময় বিচরণ করত এই হারিয়ে যাওয়া প্রাণীটি। ভীমবেটকার এই বালি পাথরের জায়গাটি ৬৪ বছর আগেই আবিষ্কৃত হয়েছিল। কিন্তু এবার সেখান থেকেই পাওয়া গেল বিশ্বের প্রাচীন একটি প্রাণীর জীবাশ্ম। সেই জীবাশ্মকে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ডিকিন্সনিয়ার জীবাশ্ম প্রথবারের পাওয়া গিয়েছিল দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি জায়গা থেকে।
No comments:
Post a Comment